কাজী পাপড়ী-মুকসুদপুর (গোপালগঞ্জ) : মুকসুদপুরে খান্দারপার হতে পাচড়া শুকুর শেখের বাড়ী বেড়জা ভাটার হাই স্কুল সড়কে আরসিসি গার্ডার ব্রীজ নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, মুকসুদপুর উপজেলার খান্দারপাড় ইউনিয়নের খান্দারপার হতে পাচড়া শুকুর শেখের বাড়ী বেড়জা ভাটার হাই স্কুল সড়কের পাচরা ভাটরা সীমানায় ভুতভিটা নামকস্থানে গোপালগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প (এউওজঐচ) এর ০+৪৯০ মি.এ ২০.০০ মিটার আরসিসি ভেরিয়েবল ডেপত গার্ডার ব্রীজ নির্মাণের কাজ করছে একটি ঠিকাদার প্রতিষ্ঠান। সিডিউলের নিয়ম রয়েছে গভীরতা ৯০ ফিট পাইলিং করার। কিন্তু সেখানে ঠিকাদার প্রতিষ্ঠানটি নিয়ম বহির্ভূত ভাবে ১৫টি ৪০ ফিট, ২টি ৬০ফিট, ১টি ৮০ফিট মাটির নিচে পাইলিং করেছে বলে অভিযোগে জানা গেছে । ব্রীজ নির্মাণে অনিয়ম ভাবে কাজ হওয়ার কারনে ভাটরা গ্রামের মোশারফ শেখের ছেলে জাকির শেখ ১৭-০৯-২০২৩ ইং তারিখে গোপালগঞ্জ জেলা এলজিইডি নির্বাহী প্রকৌশলী বরাবর গত একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অনিয়ম ভাবে ব্রীজটি নির্মিত হলে এলাকার লোকজনের চলাচল করা ঝুঁকিপূর্ণ হবে বলে জানান। এই সড়ক পথে প্রতিদিন এলাকার শত শত সাধারন মানুষ ও স্কুলের ছাত্র ছাত্রীরা চলাচল করে থাকে।
সরেজমিনে তদন্ত সাপেক্ষে উক্ত অনিয়মের চিত্র পরিদর্শন ও তার প্রতিকার চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।