কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার কাটকাল ইউনিয়নের দিল্লীর আখড়ার মোহন্তরা সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে বিগত চারশত বছর ধরে ধর্মের বাণী শুনাচ্ছে। কেউ তাদের ধর্মের বাণীতে অনুপ্রাণিত হয়ে বা কেউ সংসার প্রতি বৈরাগ্য হয়ে এখানে এসে বৈষ্ণব মন্ত্র দীক্ষা নেয়। মোহন্তরা দেশ-দেশান্তরে ধর্মের বাণী শুনিয়ে পথহারা হিন্দুদের সত্যের পথে দিকে ধাবিত করে।
ইতিহাস থেকে জানা গেছে, দিল্লির সম্রাট জাহাঙ্গীরের শাসন আমলে (১৬০৫-১৬২৭) একদল রাজকর্মচারী বর্তমান মিঠামইন উপজেলার কাটখাল এলাকায় পদার্পণ করে। এসে পরস্পরের মাধ্যমে অবহিত হয় যে, এই হাওরের প্রত্যন্ত অঞ্চলে এক অলৌকিক গুণসম্পন্ন সাধু থাকেন এবং আরো অবগত হয় যে, সাধুর নিকট যে যা চায় তা প্রাপ্ত হয়ে পরম তৃপ্তি লাভ করে থাকে। রাজকর্মচারীদের মনে আগ্রহ জন্মে এ হাওরের গভীর অরণ্যে সাধুর সহচার্য লাভের। তাই তারা মেঘনা নদীর মোহনায় যাত্রা বিরতি করে। তারা খোঁজ করে সাধুকে দেখতে পান এই অরণ্যের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীর তটে গভীর ধ্যানরত এক প্রকান্ড বৃক্ষতলে। একসময় সাধু নারায়ণ গোসাইয়ের ধ্যান ভঙ্গ হলে তিনি দেখতে পান কয়েকজন লোক তার পাশে বসে আছে। নারায়ণ গোসাই রাজকর্মচারীদের প্রশ্নের উত্তরে বলেছিলেন, গুরুজীর আদেশপ্রাপ্ত হয়ে মানুষের সর্বোচ্চ কল্যাণে পরব্রহ্মের উপাসনা করছি যদি কারো কোন উপকারে আসে তাই। ঘটনাক্রমে রাজকর্মচারীরা নারায়ণ গোসাইর সাধুচরিত আচরণে খুবই সন্তুষ্ট হয়ে গোসাইকে একটি উপাসনালয় করে দেয়ার জন্য অনুমতি প্রার্থনা করেন। পরে সম্রাট জাহাঙ্গীরের পক্ষ থেকে ৩৭২ একর ভূমি নিস্করভাবে তাম্রপত্রে শ্রী শ্রী নারায়ণ গোসাইয়ের নামে দেবোত্তর করে দেন। রাজকর্মচারীরা নিবেদন করে যে, আপনার সাথে যে আলাপচারিতা ও বিভিন্ন ঘটনাবহুলকে স্মরণ রাখার জন্য আপনার উপাসনালয়ের নাম দিল্লির সম্রাটের সাথে সম্পর্কিত করতে চাই। গোসাই অনুমতি দিলে এই উপাসনালয়ের নাম দিল্লির আখড়া হওয়ার অনুমতি প্রার্থনা করছি। সিদ্ধপুরুষ নারায়ণ গোসাই আনন্দিত হয়ে অনুমতি জ্ঞাপন করেন। আর এই সময় থেকে এই গহীন অরণ্যের আখড়াটি দিল্লির আখড়া নামে পরিচিতি লাভ করে। শ্রী শ্রী নারায়ণ গোসাই সঙ্গীত বিশারদও ছিলেন। তিনি নিজে সঙ্গীত রচনা করতেন এবং নিজেই সুরারোপ করতেন। আবার ভক্ত ও শিষ্যমন্ডলীকে তা শিক্ষাও দিতেন। তার রচিত সঙ্গীতগুলো ‘নির্বাণ সঙ্গীত’ নামে পরিচিত। মহান পুরুষ শ্রী শ্রী নারায়ণ গোসাইয়ের অন্তর্ধানের পর যারা দিল্লির আখড়া পরিচালনার দায়িত্ব পালন করেন তাদেরকে মোহন্ত বলা হয়। যিনি বৈষ্ণবগণের মাঝে অধিকতর দায়িত্বশীল ও উপযুক্ত তাকেই ‘জগতমোহনী ধর্মমতের’ নিয়ম অনুযায়ী মোহন্ত পদে অধিষ্ঠিত করা হয়। বর্তমানে যিনি দায়িত্বপ্রাপ্ত তার নাম নারায়ণ দাস মোহন্ত গোসাই (৬৩)। তিনি বলেন, জন্মস্থান জেলার ইটনার বড়হাটি হলেও এখানে ৬ বছর বয়স থেকে এখানে আছি। সেই বাবা-মা দিয়ে দিয়ে গিয়েছিল আর যাইনি আখড়া ছেড়ে। এই আখড়ায় নারায়ণ গোস্বামী ও গঙ্গারাম গোস্বামী দু’জনের সমাধিস্থল আছে। এখানে যারা দায়িত্ব থাকেন বৈষ্ণব বিবাগী। যারা বিয়ে-শাদি করেননি। দু’জন সেবায়েত আছি এখানে আমি আর আনন্দ নামে একজন। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ^র এই তিনে মিলে ঈশ^র এ মন্ত্রে দীক্ষিত হয়ে নারায়ণ গোসাই এই আখড়া প্রতিষ্ঠা করেছিলেন। ৩.৭২ একর জমির মধ্যে এখন আখড়ার দখলে আছে ২.২৬ একর ভূমি। বাকী ১.৪৮ একর ভূমি প্রজাবিলিতে চলে গেছে। আখড়ার জমি এলাকার প্রভাবশালীরা নিজেদের নামে রেকর্ড করে বিক্রি করেছে। সিএস রেকর্ড আখড়ার নামে হলে অন্যান্য রেকর্ড তাদের নামে করিয়েছে। পৌষ মাসে সংক্রান্তির মেলা, ভাদ্র মাসে তাল নবমীর অনুষ্ঠান, অষ্টমীর মেলা হয় আখড়ার প্রাঙ্গণে। সেখানে বিপুল লোকের সমাগম হয়। করোনা পরিস্থিতির কারণে দু’বছর হয়নি। সাপান্ত গ্রামের তারণবালা (৬২) বলেন, ৪০বছর ধরে এখানে আছি। গুরুদেব-গুরুপাঠে আমি থাকি। তারণবালার মতো অনেক মহিলা এই আখড়ায় থাকেন এবং আখড়ার জন্য নিবেদিতপ্রাণ কর্মী হয়ে পড়ে।