রংপুর প্রতিনিধি
মিঠাপুকুর ২নং রানীপুকুর ইউনিয়নের তাজনগর ভাংঙ্গা ব্রিজ থেকে রাইস মিল পর্যন্ত প্রায় ২ কিঃমিঃ রাস্তা জুড়ে লাগানো এক হাজারের অধিক ইউক্যালিপটাস গাছ বিভিন্ন সময়ে কর্তন করে মজুদ করার সময় প্রায় ৩০টি ইউক্যালিপটাস গাছ আটক করেছে গোপালপুর বন বিট কর্মকর্তা রুহুল আমিন। এসময় সেকেন্দার আলী, আক্তারুল ও জয়বাছ আলী বন বিট কর্মকর্তাদের দেখে পালিয়ে যায়। স্থানীয়রা জানান, রাতের আধারে বেশ কয়েকদিন থেকে সেকেন্দার, জয়বাচ, জান্নাতুল ও মাসুদ এসব গাছ কেটে বিভিন্নভাবে বিক্রি করে আসছে। তারা বিভিন্ন সময়ে প্রায় আট শতাধিক গাছ কর্তন করে প্রায় কয়েক লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। এ বিষয়ে সহকারী কমিশনার(ভূমি) মাহমুদুল হাসান মৃধা বলেন, এলাকাবাসী গাছ কাটার অভিযোগ করেছেন। যারা গাছ কেটেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। শাল্টি গোপালপুর বন বিট কর্মকর্তা রুহুল আমিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সেকেন্দার, জয়বাছ ও মাসুদের বাড়িতে অভিযান করে এসব সরকারি গাছ উব্ধার করে জব্দ করা হয়েছে।