মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি : “ভাঙবো নিরবতা, রুখো নারী সহিংসতা” -এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রংপুরের মিঠাপুকুরে কিশোর-কিশোরীদের আয়োজনে ‘নিজেরা করি’ এর সহযোগিতায় গতকাল বৃহস্পতিবার বাল্যবিবাহ ও যৌন হয়রানি প্রতিরোধে কিশোর-কিশোরীদের বাইসাইকেল র্যালী অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ চত্বরের সামনে থেকে টি-শার্ট, মাথায় জাতীয় পতাকা বেঁধে-প্লেকার্ড হাতে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিয়ে প্রায় শতাধিক শিক্ষার্থী বাইসাইকেল র্যালী বের করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিঠাপুকুর বালিকা উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয়।
বাইসাইকেল র্যালী শুরুর আগে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার বিকাশ চন্দ্র বর্মণ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মমিনুল মন্ডল, মিঠাপুকুর প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রদীপ কুমার গোস্বামী, উপজেলা ‘নিজেরা করি’ এর অঞ্চল সমন্বয়ক সাইফুন্নাহার রত্না, ভূমিহীন নেতা মশিয়ার রহমানসহ শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, সমাজকে বাল্যবিবাহের অভিশাপমুক্ত রাখতে সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। বাল্যবিবাহ নামক সামাজিক ব্যাধি দূর করতে না পারলে দেশের সার্বিক উন্নয়ন বাধাগ্রস্ত হবে। আগামী প্রজন্মকে সুস্থ ও সবল রাখতে আমাদের সবাইকে সচেতন হয়ে বাল্যবিবাহ প্রতিরোধ করতে হবে। বাল্যবিবাহের কারণে আমাদের সমাজে রোগাক্রান্ত ও দুর্বল শিশুর জন্ম হয়। তাই বাল্যবিবাহ হচ্ছে অন্ধকার জগতের কাজ। সেই অন্ধকার যদি আবার দেখা দেয় আপনারা প্রদীপ হয়ে তা প্রতিহত করে সমাজকে আলোকিত করবেন। যাদের মধ্যে শিক্ষার আলো নেই তারাই বাল্যবিবাহ করে। সুন্দর ও স্বাভাবিক সমাজ থেকে তারা অনেক দূরে থাকে। তাই সকলে মিলে বাল্যবিবাহ ও যৌন হয়রানি প্রতিরোধে করতে হবে।