মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি : রংপুরের মিঠাপুকুর উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ সভাকক্ষে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার বিকাশ চন্দ্র বর্মণ এর সভাপতিত্বে অনুষ্ঠিত গণহত্যা দিবসের আলোচনা সভায় উন্মুক্ত বক্তব্য রাখেন মিঠাপুকুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিপুল। ছাত্র প্রতিনিধিদের মধ্যে বক্তব্য দেন সাজিত হাসান সুজন, রিয়াদ মিয়া ও শিহাব মিয়া। আলোচনা সভায় সরকারি-বেসরকারি কর্মকর্তা, এনজিও’র প্রধানগণ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।