বিনোদন ডেস্ক
গত ১৫ নভেম্বর দেশের ৮৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় শাকিব খান অভিনীত ‘দরদ’। এছাড়া বিশ্বের ২২টি দেশে একযোগে মুক্তি পেয়েছে সিনেমাটি। তবে বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’ ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি বন্ধ রয়েছে।
এদিকে প্রিভিউয়ের পর পাকিস্তানেও সিনেমাটি মুক্তির অনুমতি পায়নি। তবে ভারত-পাকিস্তানে মুক্তি না পেলেও আগামী শনিবার থেকে মালয়েশিয়ার ১৮টি সিনেমা হলে মুক্তি পাবে অনন্য মামুনের ‘দরদ’। ছবিটি সেখানে পরিবেশন করছে জেটিজি এন্টারপ্রাইজ।
প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. রাসেল বলেন, “মালয়েশিয়া প্রবাসীদের মধ্যে শাকিব খানের চাহিদা সবচেয়ে বেশি। এর আগে ‘প্রিয়তমা’ ও ‘তুফান’ মুক্তি পেয়েছে সেখানে। দুটি ছবিই দারুণ ব্যবসা করেছে। আশা করছি, ‘দরদ’ও ভালো করবে। শুক্রবার আমরা ছবিটির প্রিমিয়ার করব। পরদিন থেকে ১৮টি হলে চলবে ছবিটি।”
জানা গেছে, আগামী রোববার শাকিব খান মালয়েশিয়া যাবেন। ভক্তদের সঙ্গে হলে বসে উপভোগ করবেন ছবিটি। মালয়েশিয়ান ভক্তরা রয়েছেন শাকিব খানের অপেক্ষায়। ‘দরদ’-এ শাকিবের সঙ্গে প্রথমবারের মতো পর্দায় দেখা মিলছে বলিউডের সোনালের। সিনেমায় শাকিব, সোনাল ছাড়াও গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন টালিউডের পায়েল সরকার। এছাড়াও রয়েছেন বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, এলিনা শাম্মী, ইমতু রাতিশ, রাহুল দেব, সাফা মারিয়া, জেসিয়া ইসলামসহ অনেকে।