সরাসরি সেটে মালদ্বীপকে তাদের মাঠে হারিয়ে প্রীতি ম্যাচের সিরিজ জিতে নিল লাল-সবুজ জার্সিধারীরা। শুক্রবার রাজধানী মালের সোশ্যাল সেন্টার ইনডোর হলে তৃতীয় ও শেষ ম্যাচে ৩-০ সেটে জিতেছে বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে দল।
খেলা শুরু থেকে শেষ পর্যন্ত সার্ভ, অ্যাটাক সবখানেই আধিপত্য করলো বাংলাদেশ জাতীয় ভলিবল দল। প্রথম ম্যাচে ৩-১ সেটে হেরে পিছিয়ে পড়া বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে একই ব্যবধানে জিতে সিরিজে সমতায় ফিরেছিল। বাঁচিয়ে রেখেছিল সিরিজ জয়ের আশা।
সিরিজ নির্ধারণী ম্যাচে দাপুটে পারফরম্যান্সে প্রথম সেট ২৫-১৮ পয়েন্টে জিতে চালকের আসনে বসে বাংলাদেশ। দ্বিতীয় সেটে শুরুতে লড়াই কিছুটা জমেছিল।
এক পর্যায়ে বাংলাদেশ ২৪-১৮ ব্যবধানে এগিয়ে যায়। এরপর মালদ্বীপ ঘুরে দাঁড়িয়ে ২৪-২১ করলেও আটকাতে পারেনি আল জাবির, হরষিত বিশ্বাসদের। ২৫-২১ পয়েন্টে জিতে ২-০ সেটে এগিয়ে যায় সফরকারীরা।
তৃতীয় সেটেও আধিপত্য ধরে রেখে বাংলাদেশ এক পর্যায়ে এগিয়ে যায় ১৮-১২ ব্যবধানে। মালদ্বীপ মরিয়া চেষ্টা করেও পারেনি ঘুরে দাঁড়াতে। ২৫-১৮ পয়েন্টে জিতে সিরিজ জয়ের উচ্ছ্বাসে মাতে দল।
মালদ্বীপের রাজধানী মালের সোশ্যাল সেন্টার ইনডোর হলে শুক্রবার খেলা দেখতে আসেন অনেক প্রবাসী বাংলাদেশিরা।