বরগুনা সংবাদদাতা : মানহানিকর বক্তব্য দিয়ে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার অভিযোগে অ্যাডভোকেট মো. জিয়াউদ্দিন শুক্রবার বেলা ১১ টায় বরগুনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেন।
তিনি বলেন, পাথরঘাটার মঠেরখাল গ্রামের মো. ইউনুস ধলু বৃহস্পতিবার পাথরঘাটা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেছেন। সেখানে তাঁকে ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য মো. রফিকুল ইসলাম দুলালকে ভুমিদস্যু আখ্যায়িত করাসহ অসত্য তথ্যে মামহানিকর বক্তব্য দিয়ে তাদের সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা হয়েছে।
তিনি বলেন, পাথরঘাটার মঠেরখাল মৌজার আর,এস ২৩/১০৬ তথা এস,এ ১৬৫/৭৯ খতিয়ানের সম্পত্তির মধ্য থেকে ১১. ২০ একর সম্পত্তি জনৈক ওয়াজেদ আলী খান নিলাম খরিদ করে আদালত যোগে দখলপ্রাপ্ত হন।ওই
জমি তাঁর ছেলেদের কাছথেকে আমরা সাব কবলা দলিল মূলে খরিদ করি। পরবর্তীকালে নিলামের পূর্বের মালিকের ছেলেরা আদলতে চারটি মামলা করে। এই চারটি মামলায় আদালতের রায় আমরা পাই। পরে আরো তিনটি মামলা করা হলে দুটি মামলা নিস্পত্তি হয়েছে। বাকী একটি মামলা চলমান রয়েছে।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, আমাদের ভোগ দখলীয় সম্পত্তিতে দখলে যাওয়ার উদ্দেশ্যে ব্যারিস্টার মো. জিয়াউর রহমানএর ছত্রছায়ায় আদালতে মামলা চলমান থাকা সত্বেও মো. ইউনুস ধলু অসত্য তথ্যে মামহানিকর উক্তিসহ এলাকায় ত্রাস সৃস্টি করে বেড়াচেছ। তিনি এসব কার্যকলাপ বন্ধের প্রতিকার চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃস্টি কামনা এবং সংবাদ সম্মেলন করে উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা, ভিত্তিহীন বানোয়াট তথ্য উপস্থাপনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।