ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অভিযানে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার পাথিলা গ্রাম থেকে ১৭টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে অভিযান চালিয়ে এ স্বর্ণ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৫ কেজি ৪৭৮.৯৭ গ্রাম। যার বাজারদর প্রায় ৪ কোটি ৭৫ লাখ টাকা।
এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবির অধিনায়ক মাসুদ পারভেজ রানা। তিনি জানান, ভারতে স্বর্ণ পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালায় বিজিবির সদস্যরা। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারী মটরসাইকেলযোগে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবির সদস্যরা তার পিছু নেয়। এসময় ওই মটরসাইকেল আরোহী কোমরে জোরে টান দিলে কোমরে থাকা স্বর্ণের বেল্টটি খুলে চলে আসে। তবে মটরসাইকেল আরোহী পালিয়ে যায়। এ ঘটনায় জীবননগর থানায় অজ্ঞাত ব্যক্তিকে আসামী করে মামলা দায়েরপূর্বক উদ্ধারকৃত স্বর্ণ ট্রেজারী অফিসে জমা দেওয়া হবে।