মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার উপজেলা পরিষদের বিজয় সভাকক্ষে মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য সভায় বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ গোলাম মোস্তফা, মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান ইসলাম শোভন, উপজেলা কৃষি অফিসার মোঃ বাহাউদ্দীন শেখ, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোশাররফ হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহাদাত হোসেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার সায়াদ উদ্দিন আহম্মেদ, উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল রাশেদ, উপজেলা নির্বাচন অফিসার জুয়েল আহম্মেদ, উপজেলা সাব: রেজিস্টার নাজনীন জাহান, উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা জাকিয়া খাতুন, উপজেলা তথ্য অফিসার শতাব্দী বিশ্বাস, গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি মুকসুদপুর জোনাল কার্যালয়ের ডিজিএম মোঃ তুষার আহম্মেদ, উপজেলা খাদ্য অফিসার বিষ্ণুপদ মজুমদার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সৈয়দ আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জব্বার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ফিরোজ খান, সাপ্তাহিক বাংলার নয়নের সম্পাদক শহিদুল ইসলাম বেলায়েত, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ ছিরু মিয়া, সাধারন সম্পাদক কাজী মোঃ ওহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটের সভাপতি তারিকুল ইসলাম, মুকসুদপুর জনতা ব্যাংকের ম্যানেজার এনামুল হাসান ও মুকসুদপুর শিল্পকলা একাডেমীর নির্বাহী সদস্য মাহফুজ রিপন। সভায় আগামী ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচীর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।