মুরাদ হোসেন, মাগুরা প্রতিনিধি
করোনার এই মহাদূর্যোগে মাগুরার মহম্মদপুর প্রেসক্লাব কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যক্তিগত উদ্যোগে তৃতীয় লিঙ্গ ব্যক্তিদের মাঝে খাদ্যসামগ্রী ও জনসচেতনতামূলক মাস্ক বিতরণ করেন সাবেক এম.পি, সহ ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক বি.এন.পি এবং কেন্দ্রীয় মহিলা দলের সহ-সভাপতি এ্যাড. নেওয়াজ হালিমা আরলী। গত মঙ্গলবার সকালে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। উপজেলা বি.এন.পি’র সভাপতি গোলাম আযম সাবুর সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সহ-সভাপতি সহকারী অধ্যাপক এস এম ইউনুচ আলী, সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মোঃ আকতারুজ্জামান, সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী হিরো, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান ও সাবেক সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম তারা মিয়া প্রমুখ। আলোচনা সভা শেষে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সহযোগিতায় তৃতীয় লিঙ্গ ব্যক্তিদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন। পরে জনসচেতনতামূলক কর্মসূচী হিসেবে উপজেলা সদরে নানা শ্রেণিপেশার মানুষের মাঝে মাস্ক বিতরণ করেন সাবেক এম.পি এ্যাড. নেওয়াজ হালিমা আরলী এবং উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ্যাড. নেওয়াজ হালিমা আরলী বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে করোনার এই মহাদূর্যোগে জনসচেতনতামূলক কর্মসূচী হিসেবে তিন হাজার মাস্ক ও তৃতীয় লিঙ্গের ১৫ জন ব্যক্তির মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে এই খাদ্য সহায়তা ও মাস্ক বিতরণ অব্যাহত থাকবে।