মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
মোবাইল কোর্টের মাধ্যমে মাগুরার মহম্মদপুর উপজেলার বিভিন্ন স্থানে অবৈধভাবে গড়ে ওঠা ছয়টি ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। গত সোমবার দিনব্যাপি মহম্মদপুর উপজেলায় এই ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন যশোর জেলার পরিবেশ অধিদপ্তর কার্যালয়। এসময় ছয়টি ইটভাটা ধ্বংস ও একটিকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সূত্র জানায়, উপজেলার বিভিন্ন স্থানে গড়ে ওঠা অবৈধভাবে ছয়টি ইটভাটার ৬টি ড্রাম চিমনি ও ইটভাটা সম্পূর্ণ ধ্বংস এবং একটি জিগজ্যাগ ইটভাটাকে ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের এই মোবাইল কোর্ট পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীনা সুলতানা। এসময় পরিবেশ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের উপ-পরিচালক সাঈদ আনোয়ার, সহকারী পরিচালক হারুন অর রশীদসহ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
মোবাইল কোর্টের মাধ্যমে ধ্বংসকৃত ইটভাটাগুলো হচ্ছে- উপজেলার বাবুখালী ইউনিয়নের ঠাকুরের হাট এলাকার মেসার্স বিসিভি ব্রিকস, একই ইউনিয়নের বাসোর মেসার্স জেডপিএমবি ব্রিকস, বালিদিয়া ইউনিয়নের ঘোষপুরের মেসার্স এরএমবি ব্রিকস, নহাটা ইউনিয়নের পরমেশ্বরপুরের মেসার্স কেএবি ব্রিকস, বিনোদপুর ইউনিয়নের বানিয়াবহুর মেসার্স খান ব্রিকস ও রাজাপুর ইউনিয়নের ঝগড়দিয়া এলাকার এএমবি ব্রিকস নামক ড্রাম চিমনি বিশিষ্ট ইটভাটাগুলোকে ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়েছে।
এছাড়া উপজেলা সদরের ধোয়াইল বাজার সংলগ্ন মেসার্স নাজ ব্রিকস নামক জিগজ্যাগ ইটভাটা নিষিদ্ধ এলাকায় অবস্থিত হওয়ায় এবং ইটভাটা কর্তৃক ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন-২০১৩ এর ৮(১) ধারা ও ৮(৩) ধারা লঙ্ঘন করায় ৫ লক্ষ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।
এ বিষয়ে মোবাইল কোর্ট ও পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীনা সুলতানা বলেন, বায়ু দূষণ রোধে আমাদের কার্যালয় কর্তৃক এ অভিযান করা হয়। পরিবেশ দূষণ রোধে এই অভিযান অব্যাহত থাকবে।