মদন (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার মদন-ফতেপুর রাস্তার ১৩ কিলোমিটার সড়কের বেহাল দশা। রাস্তা ভেঙ্গে যাওয়ায় সামান্য বৃষ্টিতেই পানি জমে ডোবায় পরিণত হয়। ফলে যাত্রীদের যাতায়াতে চরম দূর্ভোগ পোহাতে হয়। এ রাস্তা দিয়ে তিনটি ইউনিয়নের হাজার হাজার লোকজন উপজেলা সদর, জেলা সদর ও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে যাতায়াত করে থাকেন। এই ভাঙ্গা সড়ক দিয়ে বাস, সিএনজি ও অটোরিকশায় যাত্রীরা দুর্ঘটনার আশঙ্কা নিয়েই বাধ্য হয়ে চলাচল করছে। গর্ভবতী মা, শিশু ও রোগীদের হাসপাতালে আনা-নেয়ায় ভোগান্তিতে পড়তে হয়। সড়কটির মাঝে খানাখন্দ থাকায় প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা। সড়কটি দ্রুত সংস্কার করে জনগণের যাতায়াতের উপযোগী করার জন্য এলাকাবাসী জোর দাবী জানিয়েছেন।
সড়কে যাতায়াতকারী লোকজন জানায়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকিতে গাফিলতি ও নিম্নমানের কাজের দরুন এই সড়কটি দ্রুত নষ্ট হয়ে গেছে। সড়কটি অবিলম্বে সংস্কার না করলে যান চলাচলে অনুপযোগী হয়ে পড়বে। এই রাস্তা দিয়ে উপজেলার ২০টি গ্রামের লোকজন প্রতিনিয়ত কৃষি, ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন কাজের জন্য যাতায়াত করে। বর্তমানে রাস্তাটি দিয়ে গর্ভবতী নারী, শিশু ও রোগীদের নিয়ে আসা সম্ভব হচ্ছে না। এ পথে মানুষ এখন গাড়ি নিয়ে যাবে দূরের কথা, পায়ে হেঁটে কাদা, পানি মেখে খুব কষ্ট করে চলাচল করতে হচ্ছে।
তিন ইউপি চেয়ারম্যান সামিউল হায়দার শফি, বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান ও মোঃ খায়রুল ইসলাম জানান, দীর্ঘদিন রাস্তাটি সংস্কার না করায় যাতায়াতের অনুপযোগী হয়ে পড়েছে। সংস্কারের দাবি জানিয়ে উপজেলার মাসিক সমন্বয় সভায় একাধিকবার আলোচনা করা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কোন উদ্যোগ নিতে দেখা যাচ্ছে না। আমরা সড়কটি দ্রুত সংস্কার করার জন্য মাননীয় সংসদ সদস্যের সুদৃষ্টি কামনা করছি।
মদন উপজেলা প্রকৌশলী গোলাম কিবরিয়া পিয়েল জানান, মদন-ফতেপুর সড়কের খুবই বেহাল দশা। এ রাস্তাটি আরসিআইপি প্রকল্পের অন্তর্ভুক্ত হয়েছে। তবে এখনো বরাদ্দ পাওয়া যায়নি। বরাদ্দ পাওয়ার সাথে সাথেই কাজ শুরু করা হবে।