মদন (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার মদনে রোপা আমন ধানের (উফশী জাত) আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আমন বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় পৌরসভাসহ ৮ টি ইউনিয়নে ৮শ জন কৃষকের মাঝে এ সব কৃষি সামগ্রী বিতরণ করা হয়।
কৃষি সম্প্রসারন অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও মোঃ শাহ আলম মিয়া। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান। ৮শ চাষি প্রতিজনকে পাঁচ কেজি ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়।
এছাড়াও বিতরণ অনুষ্ঠানে উপস্থিত উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, কৃষি সম্প্রসারন কর্মকর্তা মৌরী তানিয়া মৌ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার গাজী ফেরদৌস আলম ও সাংবাদকি মোতাহার আলম চৌধুরী প্রমূখ।