মদন (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার মদনে ফসল রক্ষার পুরাতন বাঁধ কেটে বাঁধ মেরামত করার অভিযোগ উঠেছে। এমন অভিযোগের প্রেক্ষিতে মেরামত কাজ বন্ধ করে দিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের কার্যসহকারী সোহেল খান। তবে এ ব্যাপারে বালালী পদমশ্রী উপ-প্রকল্পের পিআইসির সদস্য সচিব মোঃ আব্দুল হেলিম অভিযোগের বিষয়টির সত্যতা স্বীকার করে জানান, বাঁধের কাজ গত কয়েকদিন যাবত বন্ধ রয়েছে। এদিকে ভেঁকুও নষ্ট রয়েছে। নতুন করে আবার কাজ শুরু করতে চাইলে সোহেল ভাইকে বলে কাজ শুরু করতে হবে বলেছেন। গত ১৫ ডিসেম্বর জেলা প্রশাসক সংস্কার কাজের উদ্বোধন করলেও অধিকাংশ বাঁধে এখনো কাজ শুরু করা হয়নি। সময়মতো মেরামত কাজ বাস্তবায়ন না হলে অকাল বন্যায় বাঁধ ভেঙ্গে ফসলহানি ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় কৃষকেরা।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নীতিমালা অনুযায়ী, ১৫ ডিসেম্বরের মধ্যে ফসল রক্ষা বাঁধের কাজ শুরু করে ২৮ ফেব্রুয়ারির মধ্যে তা শেষ করার কথা রয়েছে। এর আগে প্রাক্কলন ও প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠনের কাজ ৩০ নভেম্বরের মধ্যে শেষ করতে হয়। একসময় ঠিকাদারের মাধ্যমে হাওরে বাঁধ মেরামত করা হতো। কিন্তু ২০১৭ সালের অকাল বন্যায় বাঁধ ভেঙে ফসলহানির পর পাউবোর কিছু অসাধু কর্মকর্তা ও ঠিকাদারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ওঠে। পরে টেন্ডার পদ্ধতি বাতিল করে পিআইসি ব্যবস্থা চালু করা হয়। উপজেলা প্রশাসনের সহযোগিতায় পিআইসি কমিটি গঠন করে পাউবো বাঁধ মেরামত করে থাকে। স্থানীয় কৃষকদের নিয়ে কমিটির সদস্য হবেন পাঁচ থেকে সাতজন। এসব কমিটি হাওরের ফসল রক্ষা বাঁধ পুনঃনির্মাণ ও মেরামতের কাজ করবে।
নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, এ বছর মদন উপজেলায় ১৬টি ফসল রক্ষা বাঁধ মেরামতের কাজ শুরু হয়েছে। ১৬টি বাঁধ মেরামতের বিপরীতে ১ কোটি ৯১ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ওই বাঁধগুলোর ওপর স্থানীয় কৃষকদের সাড়ে ৮ হাজার হেক্টর জমির এক ফসলী বোরো ফসল নির্ভরশীল।
গতকাল বৃহস্পতিবার সরেজমিনে ঘুরে দেখা গেছে, ১৬টি বাঁধের মধ্যে ৫টি বাঁধ মেরামতের কাজ শুরু করা হয়েছে। বাকী ১১টি বাঁধের মেরামত কাজ এখনো শুরু করা হয়নি। কিন্তু নেত্রকোনার পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, সবকয়টি প্রকল্পের কাজ চলমান রয়েছে।
এদিকে পদমশ্রী-বালালী উপ-প্রকল্পের বালই নদীর ভোল্লা অংশের বাঁধ কেটে বাঁধ সংস্কার করায় কাজ বন্ধ রয়েছে বলে কার্যসহকারী সোহেল খান নিশ্চিত করেছেন। কৃষকদের দাবী সময়মত ফসল রক্ষার বাঁধে কাজ না করায় আগাম বন্যার পানিতে ফসলের ক্ষতি হয়। পানি আসার সময় দ্রুত মাটি কাটায় প্রকল্পের মাটি সরে যায়। তাই প্রতি বছরেই এসব বাঁধে মাটি কাটলেও কৃষকদের উপকারে আসছে না। নিয়মনীতি না মেনে অধিকাংশ প্রকল্পের পিআইসিতে জনপ্রতিনিধিদের নাম রাখা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।
স্থানীয় কৃষক মহন মিয়া, সুহেল, ধানাই মিয়াসহ অনেকেই জানান, বাঁধের কাজ দেরিতে শুরু হলে তা সম্পন্ন হওয়ার সময়ও পিছিয়ে যাবে। আর বৃষ্টির সময় মাটি ও বালু দিয়ে এসব বাঁধের কাজ করলে বাঁধ স্বাভাবিকভাবে দুর্বল হবে। দুর্বল বাঁধ ঢলের পানিতে প্রথমেই ভেঙে যায়। এ কারণে হাওরে ফসল আগাম বন্যার হুমকিতে পড়ে। দেরিতে কাজ শুরু করা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) লোকজন ও প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) সদস্যদের একটি কৌশল যাতে শেষ সময় সঠিকভাবে কাজ না করে পুরো কাজের বিল তুলে নেয়া যায়।
এদিকে খালিয়াজুরী এফরসিডি হোল্ডার নং ৪ কনিক ভাঙ্গা হাওর প্রকল্পের পিআইসি খন্দকার মাহাবুব আলম ভোরের কাগজকে মোবাইল ফোনে জানান, এ প্রকল্পে ১৫লাখ টাকা বরাদ্দ পেয়েছি। তবে কাজটি করব কিনা এ নিয়ে চিন্তিত আছি।
নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ড (পাউবো’র) কার্যসহকারী সুহেল খান জানান, পদমশ্রী-বালালী উপ-প্রকল্পের বালই নদীর ভোল্লা অংশে পুরাতন বাঁধের অর্ধেক অংশ কেটে বাকী অর্ধেক অংশ মেরামত করায় কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। ৫০ মিটার দূর থেকে মাটি এনে বাঁধ মেরামত করতে বলা হয়েছে।
ফতেপুর ইউপি চেয়ারম্যান সামিউল হায়দার সফি জানান, আমার ইউনিয়নে ৩টি প্রকল্প রয়েছে। সবকয়টি প্রকল্পের কাজ চলমান রয়েছে।
মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা শাহরীন জানান, সবকয়টি প্রকল্পের কাজ চলমান রয়েছে। মদন উপজেলায় বর্তমানে ১৬টি ফসল রক্ষা বাঁধের কাজের অনুমোদন দেওয়া হয়েছে। আরো ৮টি প্রকল্পের জন্য সংশ্লিষ্ট দপ্তরে প্রস্তাব পাঠানো হয়েছে। বাঁধ কেটে বাঁধ নির্মাণের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বাঁধ কেটে বাঁধ সংস্কারের কোন সুযোগ নেই।
নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মোঃ সারোয়ার জানান, আমার মাঠকর্মীদের তথ্যানুযায়ী মদন উপজেলার প্রত্যেকটি প্রকল্পে কাজ শুরু হয়েছে। বাঁধের কাছ থেকে মাটি নেওয়ার বিষয়টি আমার জানা নেই। যদি কেউ এমন করে থাকে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।