মঠবাড়ীয়া (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় বিশেষ অভিযানে গত দুইদিনে অভিযান চালিয়ে ২০ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। অভিযুক্তদের মধ্যে ওয়ারেন্টভুক্ত ৫ জন, আওয়ামী লীগের ৬ জন নেতাকর্মী, ১ জন ছিনতাইকারী, ৪ জন চোর এবং ৪ জন নিয়মিত ও সিআর মামলার আসামি রয়েছেন। গ্রেপ্তারকৃতদের মধ্যে ছিনতাইকারী কচুবাড়িয়া গ্রামের ইউসুফ হাওলাদারের পুত্র বায়জিদ, ওয়ারেন্টভুক্ত আসামি ভান্ডারিয়া উপজেলার হরিনপালা এলাকার রিয়াজ, চোর উত্তর হলতা গ্রামের মজিবরের পুত্র মোঃ আউয়াল, ভান্ডারিয়া উপজেলার আবির, জাহিদ ও সোহাগ, নিয়মিত মামলার আসামি উত্তর মিঠাখালী গ্রামের কামরুল হোসেনের পুত্র সাইফুল ইসলাম, ভেচকি গ্রামের মৃত করিম ফকিরের পুত্র নাছির ফকির, সবুজনগর এলাকার মৃত রহমান হাওলাদারের পুত্র ইসমাইল হোসেন, শাখারীকাঠি গ্রামের আঃ সালামের পুত্র মোঃ সাত্তার, আঙ্গুলকাটা গ্রামের মোজাম্মেল হক খানের পুত্র মোঃ কামাল খান, সিআর মামলার আসামি টিয়ারখালী গ্রামের মৃত বজলুর রহমানের পুত্র মোঃ এনামুল হক খোকন, ওই একই গ্রামের আঃ রাজ্জাক হাওলাদারের পুত্র জাকির হোসেন, নিজাম মেম্বার, পশ্চিম পাতাকাটা গ্রামের মৃত আজাহার হাওলাদারের পুত্র কবির হাওলাদার, সেনের টিকিকাটা এলাকার মৃত আজিজুর রহমানের পুত্র মোঃ কামরুজ্জামান কয়েস, জানখালী এলাকার মৃত আজাহার উদ্দিনের পুত্র মোঃ নজরুল ও এমাদুল, দক্ষিণ মিঠাখালী গ্রামের আচমত আলী বেপারীর পুত্র মোঃ আল আমিন, ধানিসাফা এলাকার মৃত সিদ্দিক ফরাজীর পুত্র দুলাল ফরাজী এবং খেঁতাছিড়া গ্রামের আমজেদ আলীর পুত্র মোঃ দেলোয়ার।
মঠবাড়িয়া থানার ডিউটি অফিসার এএসআই হিরন জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে বেশিরভাগই বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে এবং ইতোমধ্যে আদালতে পাঠানো হয়েছে।
স্থানীয়দের দাবি, এ ধরনের অভিযান চলমান থাকলে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে এবং অপরাধমূলক কর্মকান্ড কমে আসবে।
পুলিশও জানিয়েছে, মঠবাড়িয়াকে অপরাধমুক্ত রাখতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।