মিজানুর রহমান, ভোলা প্রতিনিধি
ভোলায় মেঘনার অতি জোয়ারের চাপে ২০ কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্লাবিত হয়েছে ভোলা সদর, বোরহানউদ্দিন, তজুমদ্দিন, দৌলতখান, লালমোহন, চরফ্যাশন ও মনপুরা উপজেলার অন্তত তিন শতাধিক গ্রাম। পানিবন্দি হয়ে পড়েছেন হাজার হাজার পরিবার। পানিবন্দি হয়ে দুর্বিষহ দিন কাটাচ্ছেন বানভাসী মানুষ। পানিতে ঘর, ফসলি জমি, আমনের বীজতলা, রোপা আমন, সবজি বাগান, মাছের ঘের ও আসবাবপত্র হারিয়ে অসহায় হয়ে পড়েছেন তারা। অনেকেই আশ্রয় নিয়েছেন উঁচু স্থানে। পানিবন্দিরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন। করোনার রেশ না কাটতে বন্যার্ত মানুষের কপালে নতুন করে দুশ্চিন্তার ছাপ পড়েছে। সবকিছু হারিয়ে তারা এখন চোখে অন্ধকার দেখছেন। এলাকাবাসী জানায়, গত শনিবার মেঘনার পানি বিপৎসীমার ১০৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। গত শুক্রবার ছিল ১১৫ সেন্টিমিটার। অতিরিক্ত জোয়ারে তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকা। তারা আরো জানায়, তিনদিন থেকে ঝুঁকির মুখে ছিল ভোলার পূর্বইলিশা ইউনিয়নের বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ। মেঘনার পানি বিপৎসীমার ১১৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় গত বৃহস্পতিবার বিকালে ভেঙে যায় বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধটি। এতে জোয়ারের পানি প্রবেশ করে তলিয়ে যায় মানুষের ঘরবাড়ি। বর্তমানে পানিবন্দি অবস্থায় রয়েছে ইলিশা ইউনিয়নসহ জেলার তিন শতাধিক গ্রাম। জোয়ারের পানিতে ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় তিনদিন অনেকের ঘরে রান্নার চুলা জ্বলেনি। অনেকেই তিনবেলা ঠিকমতো খেতে পারেননি। দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। অনেকে ঘর ছেড়ে আশ্রয় নিয়েছেন উঁচু স্থানে। ইলশা এলাকার রাবেয়া জানান, পানির মধ্যে দিন কাটছে, আমাদের খাবার নাই, কেউ খোঁজও নেয় না। সুমন জানান, পরিবারের ৮ জন নিয়ে চরম কষ্টে দিন কাটাচ্ছি। পানিতে ঘর তলিয়ে যাওয়ায় রান্না হয়নি। ঘরের অনেক জিনিসপত্র ভেসে গেছে। পূর্ব ইলিশা ইউনিয়নের সদস্য আঃ রহমান জানান, জোয়ারের পানিতে এখানকার ১৫শ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। তাদের অনেকে এখন দুর্ভোগের মধ্যে আছেন। করোনা কাটিয়ে না উঠার আগে বন্যার্ত মানুষের কপালে নতুন করে দুশ্চিন্তার ছাপ পড়েছে। কবে তারা এ ক্ষতি কাটিয়ে উঠতে পারবেন। সবকিছু হারিয়ে তারা এখন চোখে অন্ধকার দেখছেন। একই অবস্থা পশ্চিম ইলিশা, রাজাপুর, কাচিয়া, ভেদুরিয়া, ভেলুমিয়া, ধনিয়া, শিবপুর, আলীনগর, উত্তর ও দক্ষিণ দিঘলদী ও পৌর শহরের নিম্নাঞ্চলের বাসিন্দাদের। দৌলতখান, বোরহানউদ্দিন, তজুমদ্দিন, লালমোহন, চরফ্যাশন ও মনপুরার প্রতিটি ইউনিয়নের প্রতিটি গ্রামের নিম্নাঞ্চলের একই চিত্র তুলে ধরলেন চেয়ারম্যানেরা। পানিবন্দি হাজার হাজার মানুষ দুর্ভোগের মধ্যে আছেন। হাজার হাজার মানুষের ঘরে রান্না করার স্থানটুকু নাই বলে তারা জানান। ভোলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ হাসানুজ্জামান জানান, অতি বৃষ্টি, অমাবস্যার অতিরিক্ত জোয়ার, উজানের পানির চাপ বেড়ে যাওয়ায় এমন জোয়ার হচ্ছে। জোয়ারের পানির চাপে ৬ উপজেলায় প্রায় ২০ কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। ভাঙা বাঁধ মেরামতের কাজ শুরু হয়েছে, জোয়ারের কারণে কাজের সমস্যা হচ্ছে। দ্রুত বাঁধ মেরামতের দাবী বানভাসী মানুষের। জেলা প্রশাসক মাসুদ আলম সিদ্দিকী জানান, বন্যায় বেড়িবাঁধ ভেঙ্গে এবং অতি জোয়ারে প্লাবিত হয়ে ভোলা জেলার প্রতিটি উপজেলার সবগ্রামেই ক্ষতি হয়েছে। পানিবন্দি ও বানভাসী অনেক মানুষকে নিরাপদ আশ্রয়ে আনা হয়েছে, ত্রাণ প্রদান অব্যাহত রয়েছে। পানি কমে গেলে ক্ষতির পরিমান নির্ণয় করা হবে। ভাঙ্গা বাঁধের সংস্কারের কাজ শুরু হয়েছে। তবে জোয়ারের কারণে বাঁধ সংস্কার করতে একটু সময় লাগবে।