আন্তর্জাতিক ডেস্ক
চীনে ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির সিচুয়ান প্রদেশের ইবিন শহরের শিংওয়েন কাউন্টিতে ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। চায়না আর্থকেয়াক নেটওয়ার্কস সেন্টার (সিইএনসি) জানিয়েছে, স্থানীয় সময় বুধবার সকালে ভূমিকম্পটি আঘাত হানে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
শিনহুয়া নিউজ এজেন্সির এক প্রতিবেদনে জানানো হয়েছে, স্থানীয় সময় বুধবার সকাল ৭টা ৫০ মিনিটে ভূমিকম্পটি আঘাত হেনেছে।
সিইএনসি জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার। এখনও পর্যন্ত ওই ভূমিকম্প থেকে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। এর আগে গত ২৬ মার্চ চীনের কিনঘাই প্রদেশে ৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। গত জানুয়ারিতে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৫ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এতে কমপক্ষে ২২ জন আহত হয়। দেশটির জনপ্রিয় পর্যটন শহর লিজিয়াংয়ে ভূমিকম্পটি আঘাত হানে। ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৫ এবং এর গভীরতা ছিল ১০ কিলোমিটার (৬.২ মাইল)। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানায়, ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল ইউনান প্রদেশের লিজিয়াং থেকে ১১৫ কিলোমিটার (৭১.৫ মাইল) দূরে।