পরচর্চায় আজ দুর্বল বড় ব্যস্ত
তারা বলে, আমরা মহান নির্ভুল
মানুষের মাঝে একতরফা সিংহ?
আমি যা করি তাই কল্যাণকর
আর ছিল যারা – তারা দেশের শত্রু
তাদের জনরায় পেতে নেই অধিকার!
তারা বলে, ভালোবাসা ও ঘৃণায় নেই কোন দাম
আমাদের কথা মানুষ মানবেই তার কোন মানে নেই
আমরা দেশের জন্য যা কিছু করি –
বিশ্ব অবাক কণ্ঠে বলে, রোল মডেল, রোল মডেল!
নতুন মডেলের ভিড়ে তিনি আজ
বিশ্বনন্দিতা সত্যের আধার
দিচ্ছে বয়ান পবিত্র যবানে
দেশবাসী অবাক চেয়ে বিড়বিড় করে
ভাষাহীন অন্তর নাগরিক সমাজ অসহায়।
এমন দিন আর কতদিন?