এবিএম ফজলুর রহমান, পাবনা প্রতিনিধি
পাবনার ভাঙ্গুড়ায় চলতি মাসের গত ২৬ দিনে করোনাভাইরাসে পরীক্ষায় ফলাফলে ৯ জনের দেহে কোভিড-১৯ এর অস্তিত্ব পাওয়া গেছে। গত বুধবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ হালিমা খানম এ তথ্য নিশ্চিত করেছেন। এখন পর্যন্ত এ উপজেলায় মোট ৩৮ জনের দেহে করোনাভাইরাস পজিটিভ পাওয়া গেছে। তার মধ্যে সুস্থ হয়েছেন ২৮ জন। করোনায় ১ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৯ জন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ হালিমা খানম জানান, আগস্ট মাসের ২৫ তারিখ পর্যন্ত এ উপজেলা থেকে করোনাভাইরাসের নমুনা টেস্টের প্রাপ্ত ফলাফলের তালিকায় নতুন করে ৯ জনের দেহে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। তার মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারী ৪ জন, ভাঙ্গুড়া পৌর সদরে মাস্টার পাড়ায় ১ জন ও কুমরাডাঙ্গায় ১ জন, ভাঙ্গুড়া ইউনিয়নের দড়িপাড়ায় ১ জন, পারভাঙ্গুড়া ইউনিয়নের পাথরঘাটায় ১ জন ও অষ্টমনিষা ইউনিয়নের ভাঙ্গাজোলায় ১ জন। করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে ১ জন উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আছেন ও বাকী ৮ জন হোমকোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছেন। সূত্র আরও জানায়, গত জুলাই মাসে ৭৪টি নমুনা পরীক্ষার ফলাফলে ৫ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল। অপরদিকে চলতি মাসের ২৬ তারিখ পর্যন্ত ৫৭টি নমুনা পরীক্ষার ফলাফলে ৯ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্তের খবর পাওয়া গেছে।