নিজস্ব প্রতিবেদক
সমস্যা যেনো পিছু ছাড়ছে না দেশের দক্ষিণ বঙ্গের ২১ জেলার প্রবেশদ্বার খ্যাত মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটের। নাব্যতা সংকটো কারণে দীর্ঘ আটদিন বন্ধ থাকার পর ফেরী চলাচল শুরু হলেও এবার আবারো দেখা দিয়েছে ৩য় দফা পদ্মার ভাঙন। গত শুক্রবার রাতে নদী ভাঙন শুরু হলে এখন পর্যন্ত ফেরি ঘাট সংলগ্ন এলাকার ১০ একর জায়গা জুড়ে ভাঙন দেখা দিয়েছে। বিআইডব্লিউটিএ সূত্রে জানা গেছে, এর মধ্যে ৭ একর জায়গা বিআইডব্লিটিএর ও ৩ একর জায়গা স্থানীয়দের। এছাড়াও নদীগর্ভে বিলীন হয়েছে ৩টি বাড়ি ও পদ্মা রেস্টুরেন্ট নামের একটি প্রতিষ্ঠান। হুমকিতে রয়েছে ৩নং রো রো ফেরি ঘাটটিও। ভাঙন আতঙ্কে গতকাল শনিবার বন্ধ রাখা হয় ৩নং রো রো ফেরিঘাট। এদিকে বর্ষা মৌসুমে বিকল্প ব্যবস্থা না থাকায় ভাঙন রোধে জিও ব্যাগই ভরসা হয়ে দাঁড়িয়েছে। গতকাল শনিবার সরেজমিনে দেখা যায়, বিআইডব্লিউটিএ’র শ্রমিকরা ভাঙন কবলিত জায়গাগুলোতে জিওব্যাগ ফেলছে। ভাঙন দেখা দেওয়ায় স্থানীয় ৩০টির অধিক পরিবার তাদের ঘরবাড়ি সরিয়ে নেওয়ার কাজ করছে। একইদিন ঘাট এলাকা পরিদর্শন করে নৌ পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নুরুল আলম ঘাট এলাকা পরিদর্শন করে সাংবাদিকদের জানান, এর আগেও ভাঙন দেখা দিয়েছিলো, জিও ব্যাগ ফেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বর্তমানে ভাঙনের জায়গাটি ঘাটের সীমানার বাইরে। তবে ঘাট সংলগ্ন হওয়া ভাঙন ঠেকাতে ইতিমধ্যে ১০ হাজার জিও ব্যাগ ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রয়োজনে জিও ব্যাগের পরিমাণ আরো বাড়ানো হবে। ঘাট সচল রাখতে সাধ্যমত চেষ্টা করা হচ্ছে।
শিমুলিয়া ঘাটের বিআইডব্লিউটিসির সহ-মহা ব্যবস্থাপক (বাণিজ্য) মোঃ শফিকুল ইসলাম জানান, এখনও রো রো ঘাটের কোনো ক্ষতি হয়নি। বিআইডব্লিউটিএ ভাঙন রোধে কাজ করছে। তিনি আরো জানান, নাব্য সংকটের কারণে বন্ধ থাকার ৮ দিন পর গত শুক্রবার বিকেলে ৩টি ফেরি পরীক্ষামূলকভাবে কাঁঠালবাড়ীর উদ্দেশ্যে ছেড়ে যায়। গতকাল শনিবার সকালে ফেরি ক্যামেলিয়া কাঁঠালবাড়ির উদ্দেশ্যে ছেড়ে গেলে চ্যানেলে থাকা ড্রেজারের কারণে পুনরায় ফিরে আসে। ড্রেজার সরিয়ে শুধু ছোট কে-টাইপ ফেরি দিয়ে যাত্রী যানবাহন পারাপার করা হচ্ছে। উল্লেখ্য, গত ২৮ জুলাই ও ৫ আগস্ট মাসে দুই দফা পদ্মার ভাঙনে শিমুলিয়া ৩ ও ৪নং ফেরিঘাট দুটির পল্টুনের অ্যাপ্রোচ সড়কসহ প্রায় সাড়ে ৭ একর জায়গা নদীগর্ভে বিলীন হয়ে যায়। পুনরায় তা সংস্কার করে ফেরি চলাচল স্বাভাবিক করা হয়।