ইউক্রেনের চলছে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান। রাজধানী কিয়েভ এখন এক আতঙ্কের জনপদ। রাশিয়ার যুদ্ধবিমানের গোলা আর ক্ষেপণাস্ত্র থেকে বাঁচতে মানুষ আশ্রয় নিচ্ছে শহরের মেট্রো স্টেশনে। কিয়েভের মেট্রো স্টেশনগুলো আশ্রয় হিসেবে বেশ নির্ভরযোগ্য।
সেগুলো মাটির এত গভীরে যে ক্ষেপণাস্ত্রের হামলা থেকে রক্ষা পাওয়ার জন্য কার্যকর আশ্রয়। সবচেয়ে বড় আশ্রয় রাজধানীর আর্সেনালনা স্টেশনটি। বিশ্বের গভীরতম পাতাল স্টেশনগুলোর অন্যতম এটি। মাটির ৩৪৬ ফুট নিচে প্ল্যাটফর্ম। দ্রুতগামী চলমান সিঁড়িতে গেলেও স্টেশনে পৌঁছতে সময় লাগে পাঁচ মিনিটের বেশি। বলা হয়, গোটা আইফেল টাওয়ার দাঁড় করিয়ে দিলেও ওপরে কিছুটা জায়গা ফাঁকা থেকে যাবে এই টানেলে।
১৯৬০ সালে তৈরি হওয়া পাতাল স্টেশনটিকে প্রাকৃতিক কারণে এত গভীরে বানাতে হয়েছিল। কিন্তু এখন যুদ্ধের পরিবেশে সেই গভীরতাই হয়ে উঠেছে কিয়েভের বাসিন্দাদের নিশ্চিন্ত আশ্রয়।
আর তাই রাশিয়ার হামলা শুরু হতেই শ’য়ে শ’য়ে মানুষ ওই স্টেশনে আশ্রয় নিতে শুরু করেছে। আর্সেনালনার আগে-পরেও আরো অনেক গভীর স্টেশন রয়েছে কিয়েভ শহরে। তার সব কয়টিই এখন হয়ে উঠেছে আতঙ্কিত মানুষের আশ্রয়স্থল