মাঠের ফুটবলে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। আর মাঠের বাইরে বরাবরই আয়েশি জীবন পছন্দ তার। সুযোগ পেলেই বিলাসবহুল পার্টিতে ব্যস্ত রাখেন নিজেকে।
কিন্তু জাতীয় দল ও ক্লাব ফুটবলের ব্যস্ত সূচির কারণে প্রায় সারাবছর মাঠেই থাকতে হয় নেইমারকে। অনাকাঙ্ক্ষিত ইনজুরিতে না পড়লে তেমন ছুটিই মেলে না নেইমার তথা পেশাদার ফুটবলারদের।
তাই বেশি ছুটির আশায় আমেরিকায় গিয়ে ফুটবল খেলার ইচ্ছাপ্রকাশ করেছেন প্যারিস সেইন্ট জার্মেইয়ের এ তারকা ফুটবলার। বর্তমানে লিওনেল মেসি, কাইলিয়ান এমবাপেদের পাশে খেললেও, অবসরের আগে মেজর লিগ সকারে চলে যেতে পারেন নেইমার।
নিজ দেশের ক্লাব সান্তোসের জার্সি গায়ে পেশাদার ক্যারিয়ার শুরু করলেও, আর কখনও ব্রাজিলিয়ান ক্লাবে খেলবেন কি না নিশ্চিত নন নেইমার। তিনি বরং জানিয়েছেন আমেরিকার মেজর লিগ সকারে খেলার ইচ্ছার কথা।
সম্প্রতি ফেনোমেনোস পডকাস্টে নেইমার বলেছেন, ‘আমি জানি না আবার কখনও রাজিলে খেলবো কি না। কারণ এটি নিয়ে আমার সংশয় আছে।’
এসময় তিনি আরও বলেন, ‘সত্যি বলতে আমি আমেরিকায় গিয়ে খেলতে পছন্দ করবো। সেখানে অন্তত একটি মৌসুম খেলতে চাই আমি। তাদের মৌসুম যেহেতু সংক্ষিপ্ত, আমি তিন মাসের ছুটি পাবো (হাসি)।’
কবে অবসর নেবেন তা এখনও ঠিক করেননি নেইমার। তবে অন্তত ২০২৫ সালে পিএসজির সঙ্গে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়া পর্যন্ত খেলে যাবেন তিনি।