দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জ সোনালী ব্যাংক লিমিটেডের উদ্যোগে ফরেন রেমিটেন্স গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বীরগঞ্জ পৌর শহরের সেতাবগঞ্জ রোডে সোনালী ব্যাংক কার্যালয়ের হলরুমে ২৮ ফেব্রুয়ারি সোমবার বিকাল ৫ টায় প্রিন্সিপাল অফিসার (ম্যানেজার), এ,এইচ,এম, সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে ফরেন রেমিটেন্স গ্রাহক সমাবেশে দিনাজপুর সোনালী ব্যাংক লিমিটেডের সিনিয়ার প্রিন্সিপাল অফিসার আলী ইমাম মোঃ হাসান প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন। ফরেন রেমিটেন্স ডেস্ক আইটি অফিসার কনক কান্তি রায়ের পরিচালনায় বিশেষ অতিথি বিশিষ্ঠ ব্যাবসায়ী রিন্টু সাহা, বীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মাজেদুর রহমান, সাংবাদিক নাজমুল ইসলাম মিলন, সিনিয়র অফিসার মধু চন্দ্র রায়, সিনিয়র অফিসার ক্যাশ বেগম রুমানা আক্তার, সিনিয়র যুগ্ম জিম্মাদার ক্যাশ অফিসার ওসমান গণি উপস্থিত ছিলেন। এসময় রেমিটেন্স গ্রাহক আমেরিকায় কর্মরত মেরিন ইঞ্জিঃ আনজাম হোসেন, ব্যাবসায়ী সাদেকুল ইসলাম, সৌদি আরবে কর্মরত পি.কে. মজুমদার, বীরগঞ্জ টি.বি.এম. কলেজের প্রিন্সিপাল অজয় রায় বক্তব্য রাখেন। বক্তারা বলেন, আমাদের দেশের মানুষ বিদেশের মাটিতে গিয়ে প্রচুর পরিশ্রম করে। সেই কষ্টের উপারজিত টাকা প্রবাসীরা যাতে হুন্ডির মাধ্যমে তাদের টাকা না পাঠিয়ে সোনালী ব্যাংকের রেমিটেন্স’র মাধ্যমে পাঠায় তাহলে তাদেরকে নানা সুবিধা দেয়া হবে। এরই লক্ষ্যে সমাবেশ আয়োজন করা হয়।