বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে ভোরের শিশির বেতার শ্রোতা ক্লাবের উদ্যোগে ২য় বারের মতো শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গত সোমবার বিকেলে উপজেলার শতগ্রাম ইউনিয়নের দেবারুপাড়ায় অসহায় দুস্থ শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা শ্রেষ্ঠ সহকারী শিক্ষক মোঃ মতিউল ইসলাম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রোহানিয়াত ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি সোহেল রানা, ঠাকুরগাঁও মানবিক রিক্সাচালক সিরাজুল ইসলাম ও সাবেক ইউপি সদস্যা ফাহিমা বেগম। এসময় ক্লাবটির সাধারণ সম্পাদক মোঃ বিপ্লব আরমান, হৃদয় রায়সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ধারাভাষ্যকার জয়নাল আবেদীন সোহেল সরকার। প্রধান অতিথি মোঃ মতিউল ইসলাম বলেন, মানবিক মানুষের পাশে দাঁড়াই, এই শীতে শীতার্তদের উষ্ণতার ভালোবাসা ছড়িয়ে দিতে ভোরের শিশির বেতার শ্রোতা ক্লাবের আয়োজনকে অভিনন্দন ও স্যালুট জানাই। আজ এই তরুণদের কাছে আমাদের অনেক শেখার আছে। আল্লাহ্ তাআলা সকল তরুণ যুবকদের ভালো কাজগুলোকে কবুল করুন।