বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে সাংবাদিকদের সম্মানে বৈষম্যহীন সমাজ বিনির্মাণে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার পৌর শহরের মকবুল হোটেলে উপজেলা জামায়াতে ইসলামীর মিডিয়া ও প্রচার বিভাগের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতে ইসলামীর আমির ক্বারী মোঃ আজিজুল রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনে জামায়াত সম্ভাব্য মনোনীত এমপি প্রার্থী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক স্কুল কার্যক্রম সম্পাদক মোঃ মতিউর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমির ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ কে এম কাওছার, উপজেলা জামায়াতের সাবেক আমির ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সহ-সভাপতি মোঃ রাশেদুন্নবী বাবু, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ মঞ্জুরুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন জামায়াতে ইসলামীর উপজেলা শাখার য্বু বিভাগীয় সভাপতি ও মিডিয়া প্রচার বিভাগের বিভাগীয় সেক্রেটারি মোঃ আমিনুল ইসলাম। ইফতার মাহফিলে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।