বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জে নারী ক্ষমতায়নের জন্য সুযোগ সৃষ্টি ও খেলাধুলায় মনোযোগী করে গড়ে তোলার লক্ষ্যে আদর্শ গ্রামে বার্ষিক সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার ১১নং মরিচা ইউনিয়নের সাত খামার উচ্চ বিদ্যালয়ের মাঠে পল্লীশ্রী, নারীর ক্ষমতায়নের জন্য সুযোগ সৃষ্টি -প্রকল্পের আয়োজনে ও ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড -জার্মানের সহযোগিতায় বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে দিনভর নারীদের বালিশ খেলা, কিশোরীদের দৌড় প্রতিযোগিতা, কিশোরীদের ধীরে সাইকেল দৌড়, কিশোরীদের হাঁড়ি ভাঙা খেলা, নারীদের মিউজিক্যাল চেয়ার খেলা, শিশুদের দৌড় খেলা শেষে বিকেলে পল্লীশ্রী প্রোগ্রাম অফিসার শাহীন আকতারের সঞ্চালনায় প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করেন মরিচা ইউপি চেয়ারম্যান মো. আতাহারুল ইসলাম চৌধুরী হেলাল। এসময় পল্লীশ্রী এর হিসাব রক্ষক মনোয়ারা খাতুন, প্রোগ্রাম ফ্যাসিলিটেটার সৈয়দ আলী, ফেরদৌসী বেগম, স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ ও সিবিও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পুরস্কার বিতরণ শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।