চলনবিল প্রতিনিধি
পৌষের শেষ দিকে সিরাজগঞ্জের তাড়াশে ঘন কুয়াশা আর ঠান্ডার কারণে বোরো ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রেখে চারা বাঁচাচ্ছেন কৃষক। মাঠে মাঠে বোনা ও রোপা আমন ধান কাটা এবং মাড়াইয়ের কাজ ইতিমধ্যে শেষ। আর এসময়ে সরিষার আবাদ হয়নি এমন ফসলি জমিতে চলছে আগাম জাতের বোরো আবাদের প্রস্তুতি। তাই কৃষকেরা এখন জমি তৈরি, বীজতলা পরিচর্যা ও চারা বীজ বপনের কাজে ব্যস্ত সময় পার করছেন। কিন্তু ঘন কুয়াশা ও প্রচন্ড ঠান্ডায় বীজতলার ক্ষতি হতে পারে এমন আশঙ্কার মধ্যে দিন কাটাচ্ছেন কৃষকেরা। ফলে বীজতলায় চারা বাঁচাতে নানা উপায় বের করতে হচ্ছে তাদের। উপজেলা কৃষি অধিদপ্তরের পরামর্শে ঠান্ডা থেকে বীজতলার চারা রক্ষা করতে পলিথিন ব্যবহার করছেন কৃষকেরা। সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার মাগুড়া গ্রামের কৃষক বাবর আলী নাবি জাতের বোরো ধান আবাদ করার জন্য বীজতলা তৈরি করে তা বপন করার পর পলিথিন দিয়ে ঢেকে দিয়েছেন। তিনি বলেন, বিকেলের পর থেকে কুয়াশা পড়া শুরু হয়। রাতে ঘন কুয়াশায় ঢেকে যায় বীজতলা। এতে চারার ক্ষতি হতে পারে। তাই সারাদিন পলিথিন দিয়ে বীজতলা ঢেকে দেওয়া হয়। আবার রাতে বীজতলায় পানি দিয়ে রাখতে হয়। সকাল হলে সেই পানি বীজতলা থেকে বের করে দেওয়া হয়। এভাবে ৮ থেকে ১২ দিন করতে হবে। চারা একটু বড় হলে তখন আর এরকম করতে হবে না। উপজেলার মাকোড়শোন গ্রামের শফিকুল ইসলাম বলেন, শীত বাড়ার আগেই বীজতলায় বীজ বপন করলে ধানের অধিক চারা গজায়। শীতের প্রকোপ বেশি হওয়ার কারণে এ পদ্ধতি অনুসরণ না করলে বীজতলার চারা হলুদ কিংবা সাদা বর্ণ হয়ে যায়। আর কয়েকদিন পর তা নষ্টও হয়ে যায়। তবে এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুন্নাহার লুনা বলেন, স্থানীয় কৃষকদের ঘন কুয়াশা আর ঠান্ডার কারণে বোরো ধানের বীজতলা দিনের বেলা পলিথিন দিয়ে ঢেকে রাখা ও রাতে বীজ তলাতে পানি দিয়ে তা সকালে বের করে দেয়ার পরামর্শ দেন।