আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার আদমদীঘিতে প্রেমিক মনির হোসেনসহ তার পরিবার থেকে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় প্রেমিকা ৯ম শ্রেণির স্কুলছাত্রী বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে। গত শনিবার রাতে উপজেলার সদর ইউনিয়নের মুরাদপুর গ্রামে বিষপানের ঘটনা ঘটে। বিষপানে অসুস্থ ওই স্কুলছাত্রীকে প্রথমে আদমদীঘি ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ঘটনাটি এলাকায় তোলপাড়ের সৃষ্টি করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন অভিযোগ করা হয়নি বলে জানা গেছে।
জানা যায়, আদমদীঘি সদর ইউনিয়নের মুরাদপুর গ্রামের বেলাল প্রামাণিকের ছেলে মুনির হোসেন বেশ কিছুদিন ধরে একই গ্রামের ৯ম শ্রেণির স্কুলছাত্রীর সাথে বিয়ের প্রলোভনে অনৈতিক সম্পর্ক গড়ে তোলে। বিষয়টি জানাজানি হলে গত কয়েকদিন আগে স্কুলছাত্রীর পরিবার থেকে মনির হোসেনকে বিয়ে করার চাপ দেয়। এতে প্রেমিক মনির হোসেন ও তার বাবা-মা বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করে। এ খবর শুনে ওই স্কুলছাত্রী লোকলজ্জায় গত শনিবার দিবাগত রাতে বিষপানে আত্মহত্যার চেষ্টা করে। রাতেই অসুস্থ ওই ছাত্রীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। মনির হোসেন বিষয়টি জানার পর থেকে গা ঢাকা দিয়েছে বলে গ্রামবাসী জানায়।
মনির হোসেনের মা মজির্না বেগম জানায়, তার ছেলের সঙ্গে ওই স্কুলছাত্রীর সম্পর্ক রয়েছে। তবে ওই পরিবারে বিয়ে দেয়া সম্ভব নয়। তার ছেলে বাড়িতে নেই।
ওই স্কুলছাত্রীর মা জানায়, একই গ্রামের মনির হোসেন বিয়ের প্রলোভন দিয়ে তার মেয়ের সাথে সম্পর্ক করে। এখন তারা বিয়ে দিতে অস্বীকার করলে ক্ষোভে বিষপান করে।
একটি মহল বিষয়টি আড়াল করতে তৎপরতা চালাচ্ছে বলে স্থানীয়রা জানান। মনির হোসেনের সাথে যোগাযোগ করা হলে তাকে বাড়িতে পাওয়া যায়নি। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম জানায়, এ সংক্রান্ত কোন অভিযোগ এখনও পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।