নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের সীতাকুন্ডে বিএম কনটেইনার ডিপোতে আগুন নিভাতে গিয়ে বিস্ফোরণে নিহত ৯ ফায়ার সার্ভিস কর্মীর প্রতি গভীর শোক প্রকাশ করেছে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন। এছাড়াও গভীর শোক জানিয়েছেন কমলাঘাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, টঙ্গীবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, গজারিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা। এ তথ্য জানান মুন্সীগঞ্জ জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উপ-সহকারি পরিচালক (ডিএডি) মো. মোস্তফা মহসিন (বিএফএম)। গতকাল বুধবার সরেজমিনে গিয়ে দেখা যায়, মুন্সীগঞ্জ জেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনগুলোর প্রধান ফটকে নিহত ৯ ফায়ার সার্ভিস কর্মীদের ছবি সম্বলিত ব্যানার টানিয়ে গভীর শোক প্রকাশ করে। প্রসঙ্গত, গত শনিবার দিবাগত রাত ৯টায় বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট একে একে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। কিন্তু ডিপোর কিছু কনটেইনারে থাকা রাসানিক পদার্থের কারণে দফায় দফায় বিস্ফোরণ ঘটে। এতে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠে এবং আগুনের তীব্রতা বাড়ে। পরে সেনাবাহিনীর একটি দলও ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসকে আগুন নিয়ন্ত্রণে সহায়তা করে। আগুন নিভাতে গিয়ে প্রাণহানির ঘটনা ঘটে। মৃত ব্যক্তিদের মধ্যে ৯ জন ফায়ার সার্ভিস কর্মীও নিহত হয়।