গাইবান্ধা প্রতিনিধি
বিশ্ব এন্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ উদযাপন উপলক্ষে মঙ্গলবার গাইবান্ধা ঔষধ প্রশাসন অধিদপ্তর ও কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় নাট্য সংস্থা চত্বরে কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির সভাপতি আব্দুর রশিদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারি পরিচালক সর্দার কামরুল ইসলাম, সিভিল সার্জনের প্রতিনিধি ডা: মো. রবিউল পারভেজ, জেলা বিএমএ সভাপতি ডা: মতিউর রহমান, যুগ্ম সম্পাদক ডা: শাহিনুল ইসলাম, কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির সাইফুল ইসলাম, ম্যানেজার ফোরামের সভাপতি আশরাফ হোসেন প্রমুখ। বক্তারা বলেন, এন্টিবায়োটিক ব্যবহারের ক্ষেত্রে সংক্রমণ প্রতিরোধে ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। রেজিস্টার চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া এন্টিবায়োটিক সেবন বন্ধ করতে হবে। একে প্রতিরোধ করতে হলে জনসচেতনতার কোন বিকল্প নেই। এর আগে ফায়ার সার্ভিস থেকে র্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নাট্যসংস্থায় এসে মিলিত হয়।