গোলাম মোস্তফা সাফু, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
টমাস মথ নামটা যেন কোন ব্রিটিশ নাগরিকের মনে হতে পারে। কিন্তু না এই নামের সাদৃশ্যের বস্তুটি চোখে দেখলে যে কেউ আনন্দে তাকিয়ে থাকবে অথবা মনের আনন্দে গাইবে প্রজাপতি, প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা?
গত বুধবার ভোরে মৌলভীবাজার জেলার পর্যটন শিল্পের আদর্শিক স্থান কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া উদ্যানের পাশেই মাগুরছড়ায় খাশিয়াপুঞ্জিতে একটি পেয়ারা গাছে দেখা মিললো বিশ্বের বড় প্রজাতির এবং উজ্জ্বল বাদামি ধূসর রঙিন প্রজাপতি টমাস মথের। ১২ ইঞ্চি দৈর্ঘ্য এবং ৭ ইঞ্চি প্রস্থের এই মায়াবী প্রজাপতিটিকে দেখে খাশিয়াপুঞ্জির এক যুবক আগত কয়েকজন পর্যটককে দেখে যাওয়ার কথা বলতেই ভীড় লেগে যায় খাসিয়াপুঞ্জির সেই পেয়ারা গাছের নিচে। আর মুহূর্তের মধ্যেই মোবাইলে ছবি তোলার শব্দে উড়ে উড়ে বনে লুকিয়ে পড়ে এই প্রজাপতিটি। বিশিষ্ট প্রাণী গবেষক শীতেষ রঞ্জন এর মিনি চিড়িয়াখানায় এর আগে আরেকবার দেখা গিয়েছিল এমন বড় আকৃতির প্রজাপতি।
শীতেষ রঞ্জন, আল রাজিসহ বিশিষ্ট প্রাণী গবেষকদের মতে, কমলগঞ্জের লাউয়াছড়া হলো বাংলাদেশের একমাত্র নিরব ম্যানগ্রোভ বনাঞ্চল যেখানে এরকম অনেক বৈচিত্র্যময় সুন্দর সুন্দর ছোট/বড় প্রাণী বসবাস করে থাকে। তাছাড়া আরো কয়েকটি সংস্থার জরিপ অনুযায়ী, লাউয়াছড়া, মাগুরছড়া এবং মেন্দিটিলা নামক স্থানে এরকম বেশ কয়েক প্রকার প্রজাপতি, পাখি দেখতে পাওয়া যায়।
প্রাণী বিশেষকদের মতে, টমাস মথ অস্ট্রিয়ান জাতের প্রজাপতি। এরা দেখতে বেশ বড় হয়। কয়েকটি রঙের এমন প্রজাপতি বসবাস করে এই অঞ্চলে।