ক্রীড়া প্রতিবেদক
অক্টোবরে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। আসরের মূল পর্বে ঢুকতে সাকিব-রিয়াদদের পেরোতে হবে প্রথম রাউন্ড। ‘বি’ গ্রুপে তাদের লড়তে হবে স্কটল্যান্ড, ওমান ও পাপুয়া নিউগিনির বিপক্ষে। টাইগারদের সবগুলো ম্যাচ হবে ওমানে। মঙ্গলবার সকালে আইসিসি ঘোষিত সূচি অনুযায়ী আসরের উদ্বোধনী দিনেই মাঠে মানবে টাইগাররা। ১৭ অক্টোবর সাকিব-রিয়াদরা খেলবে স্কটল্যান্ডের বিপক্ষে। পরে ১৯ অক্টোবর স্বাগতিক ওমান ও ২১ অক্টোবর পাপুয়া নিউগিনির সঙ্গে লড়তে হবে বাংলাদেশকে। গ্রুপ পর্বের সেরা দুই দল মূল দলে খেলার সুযোগ পাবে। রাউন্ড ওয়ানে উদ্বোধনী দিনে স্বাগতিক ওমানের বিপক্ষে খেলবে পাপুয়া নিউগিনি। ম্যাচটি ওমানের আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ডে শুরু হবে বাংলাদেশ সময় বিকেল চারটায়। একই দিনে অভিন্ন ভেন্যুতে বাংলাদেশ সময় রাত আটটায় স্কটল্যান্ডের বিপক্ষে নামবে বাংলাদেশ। একই ভেন্যুতে অভিন্ন সময়ে ১৯ অক্টোবর স্বাগতিক ওমানের বিপক্ষে খেলবে টাইগাররা। গ্রুপ পর্বের শেষ ম্যাচ ২১ অক্টোবর পাপুয়া নিউগিনির বিপক্ষে খেলবে টাইগাররা। এদিন একই ভেন্যুতে বাংলাদেশ সময় বিকেল চারটায় শুরু হবে ম্যাচটি। একদিন পরে ১৮ অক্টোবর রাউন্ড ওয়ান শুরু করবে গ্রুপ ‘এ’। ওইদিন লড়বে আয়ারল্যান্ড-নেদারল্যান্ড ও শ্রীলংকা-নামিবিয়া। ‘এ’ গ্রুপের সব ম্যাচ অনুষ্ঠিত হবে দুবাই ও শারজায়। প্রথম রাউন্ডের দুই গ্রুপের খেলা শেষ হবে ২২ অক্টোবর। প্রত্যেক গ্রুপের সেরা দুই দল যাবে পরের ধাপে। ২৩ অক্টোবর থেকেই শুরু ‘সুপার টুয়েলভ’-এর লড়াই। আসরের মূল পর্বে গ্রুপ ‘ওয়ান’-এ ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে থাকবে প্রথম রাউন্ডে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন ও ‘বি’ গ্রুপের রানার্স আপ দল। গ্রুপ ‘টু’-তে থাকবে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড ও আফগানিস্তানের সঙ্গে প্রথম রাউন্ডের ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন ও ‘এ’ গ্রুপের রানার্স আপ। বাংলাদেশ প্রত্যাশিত গ্রুপ সেরা হলে তাদের লড়তে হবে গ্রুপ ‘টু’ তে থাকা পাকিস্তান, নিউজিল্যান ও ভারতের বিপক্ষে। একই গ্রুপে পাকিস্তানের বিপক্ষে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের ম্যাচ অনুষ্ঠিত হবে ২৪ অক্টোবর দুবাইয়ে। দুই গ্রুপের ম্যাচ শেষ হবে ৮ নভেম্বর। প্রত্যেক গ্রুপের সেরা দুই দল খেলবে সেমিফাইনাল। ১০ নভেম্বর আবুধাবিতে প্রথম ও ১১ নভেম্বর দুবাইয়ে দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। ১৪ নভেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে দিয়ে শেষ হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর।