স্পোটর্স ডেস্ক
বিপিএলের টিকিট না পেয়ে এবার কাউন্টারে আগুন দিলো বিক্ষুব্ধরা। আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) দিনের প্রথম ম্যাচ শুরুর আগে আগে লাইনে দাঁড়ানো টিকিট প্রত্যাশীরা এ ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।
জানা গেছে, সকাল থেকে টিকিটের জন্য মিরপুরের সুইমিং কমপ্লেক্সে অপেক্ষা করেন দর্শকরা। সাড়ে ১১টা নাগাদ বাঁশের বেড়া ধাক্কাতে থাকেন দর্শকরা। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে গেট ভেঙে ভেতরে প্রবেশ করে বুথে ভাঙচুর চালান দর্শকরা। এক পর্যায়ে সেখানে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা। পরবর্তীতে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এরপর জায়গাটির নিয়ন্ত্রণে নেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, শুরুর দিকে সবাই টিকিটের জন্যই লাইনে দাঁড়িয়েছিল। কিন্তু পরে যখন শুনতে পারে টিকিট সেখানে নেই তখন দর্শকরা ক্ষিপ্ত হয়ে ওঠে।
এর আগে, বিপিএলের উদ্বোধনী দিন টিকিট না পাওয়ায় হতাশা ছিল দর্শকদের মধ্যে। এমনকি সেদিন স্টেডিয়ামের মূল গেইট ভাঙচুরও চালান দর্শকরা।