নিজস্ব প্রতিবেদক
দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির শেয়ার বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষে রয়েছে। কোম্পানিগুলোর শেয়ার কেনার আগ্রহ বাড়ায় লেনদেনের সোয়া এক ঘন্টার মধ্যে কোম্পানিগুলোর শেয়ার বিক্রেতা উধাও হয়ে যায়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিগুলোর হলো : তমিজউদ্দিন টেক্সটাইল, এডিএন টেলিকম এবং ইস্টার্ন হাউজিং।
ইস্টার্ন হাউজিং : আগেরদিন ইস্টার্ন হাউজিংয়ের শেয়ারের ক্লোজিং দর ছিল ৫৭.৮০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৫৮.৮০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৬৩.৫০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৫.৭০ টাকা বা ৯.৮৬ শতাংশ বেড়েছে।
তমিজউদ্দিন টেক্সটাইল : আগেরদিন রবিবার তমিজউদ্দিন টেক্সটাইলের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৩৮.১০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ১৫০.৯০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৫১.৯০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১৩.৮০ টাকা বা ৯.৯৯ শতাংশ বেড়েছে।
এডিএন টেলিকম : আগেরদিন এডিএন টেলিকমের শেয়ারের ক্লোজিং দর ছিল ৭১.৫০ টাকায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ৭৮.৬০ টাকায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৭৮.৬০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৭.১০ টাকা বা ৯.৯৩ শতাংশ বেড়েছে।