গাইবান্ধা প্রতিনিধি
সেচ মালিকদের নতুন করে অতিরিক্ত বিল প্রদান করায় তা দ্রুত সংশোধন ও গ্রাহকদের নামে হয়রানীমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আজ রোববার বিদ্যুৎ গ্রাহক ও সেচ পাম্প মালিক সমিতি গাইবান্ধা জেলা শাখা শহরের আসাদুজ্জামান মার্কেটের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা গণফোরাম সভাপতি ময়নুল হক রাজা, জেলা বিদ্যুৎ গ্রাহক ও সেচ পাম্প মালিক সমিতির উপদেষ্টা মাসুদুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক আনাউর রহমান, সহ-সভাপতি দেবল কুমার, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সুমন, আব্দুল হালিম, মাহবুর রহমান, মকসুদ মিয়া, মো. আওলাদ হোসেন, জাহাঙ্গীর আলম, বাদল মিয়া প্রমুখ। সেচ পাম্প মালিকদের উপর অতিরিক্ত বিল দিয়ে তাদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করা হচ্ছে। ওই সমস্ত মামলা প্রত্যাহার ও নেসকোর অতিরিক্ত বিল প্রস্তুতকারী কর্মকর্তাদের বিচারের দাবি জানান। সেইসাথে অর্ধ শতাধিক বন্ধ সেচ পাম্প মালিকদের নামে মিথ্যা বিল সংশোধনের সিদ্ধান্ত থাকলেও তা অদ্যাবধি পর্যন্ত সংশোধন করা হয়নি। তাই সকল বন্ধ পাম্পের অতিরিক্ত বিল বাতিল করারও দাবি জানান। এছাড়া নেসকোর কোন সেচ পাম্প পল্লী বিদ্যুতের কাছে হস্তান্তর না করা, সকল লাইন স্ট্যান্ডার করে সব সেচ পাম্প মিটারের আওতায় নিয়ে আসা এবং বর্তমান সময়ে যে সমস্ত সেচ পাম্প মালিকদের নামে অতিরিক্ত বিল করা হয়েছে তা দ্রুত সংশোধন করারও দাবি জানান।