আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি:- বিজয় দিবস উপলক্ষে গতকাল সোমবার সকালে বরিশালের আগৈলঝাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিনের সভাপতিত্বে ১৬জন শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন, আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ অলিউল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আবু তাহের মিয়া, আফজাল হোসেন সিকদার, সেকেন্দার আলী মৃধা, বরিশাল জেলা উত্তর বিএনপির যুগ্ন-আহ্বায়ক ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন লাল্টু, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মোঃ আলাউদ্দিন মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা পিযুষ রায় প্রমুখ।