দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর সদর উপজেলা প্রশাসন আয়োজিত ৪৬তম জাতীয় বিজ্ঞানমেলা ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা এবং ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান কুইজ প্রতিযোগিতায় দিনাজপুর সরকারি কলেজের ছাত্র-ছাত্রীরা অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে।
গত ২৯ ও ৩০ জানুয়ারি দিনাজপুর একাডেমি স্কুল প্রাঙ্গণে বিজ্ঞান মেলা উপলক্ষে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জুনিয়র, সিনিয়র ও বিশেষ গ্রুপে বিজ্ঞান প্রজেক্টে দিনাজপুর সদর উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, পলিটেকনিক ইন্সটিটিউটের ছাত্র-ছাত্রী ও প্রথম আলো বন্ধুসভা, ফিউশন সংগঠনের সদস্যদের অর্ধশতাধিক প্রকল্প এই মেলায় প্রদর্শিত হয়।
সিনিয়র গ্রুপে ‘২ডি ড্রয়িং মেশিন’ প্রকল্পে দিনাজপুর সরকারি কলেজের একাদশ বিজ্ঞান শ্রেণির মোঃ ফাতিন মেসবাহ আলভি, মোঃ কামরুল হাসান হামীম, বর্ষণ রায় প্রথম পুরস্কার অর্জন করে।
বিশেষ গ্রুপে দিনাজপুর সরকারি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের ছাত্র ছাত্রীদের সংগঠন ‘ফিউশন’ এর এসএম আবদুল্লাহ আল আরিফ, এমএসএইচ ইমন ও বিরোশ রায় ‘ক্লিন এনার্জি’ প্রজেক্ট উপস্থাপন করে প্রথম পুরস্কার অর্জন করে।
এছাড়া দলগতভাবে বিতর্ক প্রতিযোগিতায় দিনাজপুর সরকারি কলেজের আকিফ, নিবিড়, রিয়াদ প্রথম স্থান অর্জন করে।
বিজ্ঞান কুইজ প্রতিযোগিতায় এই কলেজের একাদশ বিজ্ঞান শ্রেণির দেবাশীষ রায় চিন্ময়, রিশাদ, কামরুল হাসান রামীম যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে।
৯ম বিজ্ঞান অলিম্পিয়াডে দিনাজপুর সরকারি কলেজের একাদশ বিজ্ঞানের ছাত্র ছাত্রী বর্ষণ রায়, মোঃ রিশাদ, তাসনীম ফেরদৌস রেবা, মোছাঃ মুশরাত জাহান রাদিয়া, দেবাশীষ রায় চিন্ময় -এর গ্রুপ প্রথম স্থান অর্জন করে।
গত ৩০ জানুয়ারি বিকেলে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস. এম. হাবিবুল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হান।
দিনাজপুর একাডেমি স্কুলের প্রধান শিক্ষক কামরুন নাহার এর উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসার মোছাঃ শাহীনা বেগম, সদর উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোছাঃ শারমিন আখতার, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মেরাজুল ইসলাম।