সিলেট প্রতিনিধি
সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশে আগত ভিআইপি অতিথিদের জন্য সিলেট সিটি করপোরেশন (সিসিক) ভিআইপি টয়লেট স্থাপন করেছে। যা গত শনিবার সমাবেশে অংশ নেওয়া ভিআইপি নেতাদের প্রাকৃতিক কার্য নির্বিঘ্নে সম্পাদন করতে ব্যবহার করা হয়েছে। অন্যদিকে মাঠ পরিচর্যায় ব্যবহার হয়েছে সিসিকের রোলার ও জনবল।
সিলেটের মেয়র বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী বলেছেন, নির্ধারিত ফি দিয়ে শুধু বিএনপি নয়, যে কেউ সিটি করপোরেশনের এসব সরঞ্জাম ব্যবহার করতে পারেন।
অন্য বিভাগের মতো সিলেটের সমাবেশ ঘিরে ডাকা পরিবহন ধর্মঘটের কারণে বিএনপি নেতাকর্মীদের কেউ কেউ দুইদিন আগে আবার কেউ একদিন আগেই সমাবেশস্থলে পৌঁছান। ফলে প্রাকৃতিক কার্য সম্পাদনের এরকম পোর্টেবল একটি ব্যবস্থা তাদের জন্য জরুরী ছিলো। তাই সিসিকের তত্ত্বাবধানে গত বৃহস্পতিবার দুপুর থেকে সমাবেশস্থলে ভিআইপি ভ্রাম্যমাণ টয়লেট রাখা হয়।