বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি
ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গীতে দোলুয়া উচ্চ বিদ্যালয়ে গতকাল বুধবার দুপুর ১২টায় নারীর ক্ষমতায়ন প্রকল্পের আওতায় ইউরোপীয় ইউনিয়ন ও ট্রেডক্রাফট এক্সচেঞ্জের অর্থায়নে এবং বিকাশ বাংলাদেশ, উলাশী সৃজনী সংঘ ও ট্রেডক্রাফট এক্সেচেঞ্জের বাস্তবায়নে স্কুলের ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বাল্যবিবাহ, ইভটিজিং, নারী নির্যাতন ও মাদক প্রতিরোধ বিষয়ে সচেতনতামূলক উন্মুক্ত আলোচনা করেন আমন্ত্রিত অতিথিরা। আলোচনা সভায় উপজেলা নারী সামাজিক এসোসিয়েশনের সভাপতি রিতীকা রায় এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল আনাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোলুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমূল্য চন্দ্র সিংহ, বিকাশ বাংলাদেশ এর রিজিওনাল কো-অর্ডিনেটর আতিকুর রহমান, উপজেলা কো-অর্ডিনেটর মোকলেছুর রহমান প্রমুখ। এসময় দোলুয়া উচ্চ বিদ্যালয়ের প্রায় ২৫০ জন ছাত্র-ছাত্রী আলোচনা সভায় অংশগ্রহণ করেন।