স্পোর্টস ডেস্ক
দীর্ঘ ছয় বছর পর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফিফা। প্রতিটি ফুটবল ফেডারেশন ফিফার কাছ থেকে বড় অঙ্কের ফান্ড পায়। বাংলাদেশ ফুটবল ফেডারেশনও (বাফুফে) এর ব্যতিক্রম নয়। কিন্তু ২০১৮ সাল থেকে সংগঠনটির ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছিল ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।
ফিফা নিষেধাজ্ঞা দিয়েছিল ক্রয়-বিক্রয় সংক্রান্ত বিষয়ে। এবার সংস্থাটি সেই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে বাফুফে।
এক বিবৃতিতে বাফুফে জানিয়েছে, সভাপতি তাবিথ আউয়াল ও বর্তমান কমিটির নেতৃত্বে ক্রয়-বিক্রয় ও আর্থিক লেনদেনের স্বচ্ছতার ভিত্তিতে ফিফা সম্পূর্ণরূপে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে।
গত দুই বছর টালমাটাল সময় পার করেছে বাফুফে। সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম হোসান ও সাবেক সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদীসহ বেশ কয়েকজন কর্মকর্তার ওপর দুর্নীতি ও অনিয়মের অভিযোগ আনে ফিফা। নিষেধাজ্ঞার পাশাপাশি কয়েকজনকে বড় অঙ্কের জরিমানাও করা হয়।