সোহেল কান্তি নাথ, বান্দরবান প্রতিনিধি
বান্দরবানে র্যাব-৭ এর অভিযানে আফিমসহ প্রুথোয়াই মারমা (৭০) নামে এক গ্রামপ্রধানকে আটক করা হয়েছে। গতকাল রবিবার ভোরে রোয়াংছড়ি উপজেলার কচ্ছপতলী এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। এসময় র্যাব প্রুথোয়াই মার্মার কাছ থেকে প্রায় ৪ কেজি ৩০০ গ্রাম আফিম উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৪ কোটি ৩০ লক্ষ টাকা। স্থানীয় ও র্যাব সূত্রে জানা যায়, কবিরাজের আড়ালে আফিম ব্যবসা করার খবর পেয়ে চট্টগ্রামের র্যাব-৭ এর একটি টিম রোয়াংছড়ি উপজেলার কচ্ছপতলী এলাকায় প্রুথোয়াই মার্মার বাসায় অভিযান পরিচালনা করে। এসময় তার বাসা থেকে ৪ কেজি ৩০০ গ্রাম আফিম উদ্ধার করা হয়। জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে কবিরাজের নামে আফিমের ব্যবসা করে আসছিল। তাকে আটকের পর র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য আইনের প্রুথোয়াই মারমার বিরুদ্ধে রোয়াংছড়ি থানায় মামলা দায়ের করেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে রোয়াংছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তৌহিদ কবির বলেন, র্যাবের অভিযানে রোয়াংছড়ির কচ্ছপতলী এলাকা থেকে আফিমসহ প্রুথোয়াই মার্মা নামে একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে র্যাব বাদী হয়ে রোয়াংছড়ি থানায় একটি মামলা দায়ের করেছে।