বান্দরবান প্রতিনিধি : “উম্মাহর স্বার্থে, সুন্নাহর সাথে” -এ প্রতিপাদ্যে বান্দরবান ইসলামি পাঠাগারের উদ্যোগে অসহায়দের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। গত সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বান্দরবান মাদরাসা শপিং কমপ্লেক্সে ইসলামি পাঠাগারে ‘ভাবনাহীন সিয়াম সাধনা’ নিশ্চিত করতে এলাকার ১৫০ জন অসহায় নারী ও পুরুষের মাঝে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
বান্দরবান জেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক ওসমান গণির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য এডভোকেট আবুল কালাম, বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদরাসার সিনিয়র শিক্ষক এস এম ইলিয়াছসহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে এস এম হাসান রমজান মাসের ফজিলত ও গুরুত্ব, ইসলামী শিক্ষার গুরুত্ব, দান সাদকার গুরুত্বসহ রমজান মাস সামনে রেখে ইফতার সামগ্রী বিতরণ ও সমাজিক জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণ এবং অবদান রাখায় ইসলামি পাঠাগারের সদস্যদের প্রশংসা করেন এবং ইসলামি পাঠাগারের সকল সদস্যদেরকে ঐক্যবদ্ধভাবে চলার ও কাজ করার আহ্বান জানান। ভবিষ্যতেও ইসলামি পাঠাগার প্রতিটি সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকান্ডে অংশগ্রহণের প্রত্যাশা করেন।
অনুষ্ঠানের সভাপতি সমাপনী বক্তব্যে ইফতার সামগ্রী বিতরণ ফান্ডে যেসকল সদস্য নগদ অর্থ সহায়তাসহ সুন্দর পরামর্শ, শারীরিক ও মানসিকভাবে উপস্থিত হয়ে সহযোগিতার মাধ্যমে সুশৃঙ্খলভাবে সুন্দর অনুষ্ঠান সুসম্পন্ন করতে পারায় প্রধান অতিথিসহ ইফতার বিতরণ উপ-কমিটি ও ইসলামি পাঠাগার পরিবারের সদস্যসহ সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।