নিজস্ব প্রতিবেদক
সারাদেশে নিত্যপণ্যের বাজারে অভিযান চালিয়েছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় ভোক্তা স্বার্থরিবোধী বিভিন্ন অপরাধে ১০২টি প্রতিষ্ঠানকে সাড়ে ৬ লাখ টাকা জরিমানা করা হয়। বুধবার (১৭ নভেম্বর) দিনব্যাপী এসব অভিযান চালানো হয়। এদিন ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়ের ৩৬ জন কর্মকর্তার নেতৃত্বে ঢাকা মহানগরের বংশাল, মালিবাগ, শান্তিনগর এবং বেইলীরোডসহ দেশের ৩১টি জেলায় বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ভোক্তা-স্বার্থবিরোধী বিভিন্ন অপরাধে ১০২টি প্রতিষ্ঠানকে ৬ লাখ ৪৮ হাজার ৫০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এছাড়াও অভিযান পরিচালনাকালে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) কর্তৃক সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্য বিক্রয় কার্যক্রম (ট্রাকসেল) মনিটরিং করা হয়। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে লিফলেট বিতরণসহ হ্যান্ডমাইকে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, স্বাস্থ্যবিভাগ, কৃষিবিভাগ, মৎস্যবিভাগ, কনজ্যুমারস এসোসিয়েশন অব বাংলাদেশসহ (ক্যাব) সংশ্লিষ্ট শিল্প বণিক সমিতির প্রতিনিধি অভিযানে সহযোগিতা প্রদান করে।