তথ্যপ্রযুক্তি ডেস্ক
খুব শিগগির বাজারে আসছে স্যামসাংয়ের নতুন ইয়ারবাড স্যামসাং গ্যালাক্সি বাডস ৩ প্রো। এই ট্রু ওয়্যারলেস ইয়ারবাডটি সংস্থার আসন্ন স্মার্টফোন গ্যালাক্সি জেড ফোল্ডের সঙ্গে লঞ্চ করা হবে বলেই আশা করা হচ্ছে। এই ইয়ারবাডটি স্যামসাং গ্যালাক্সি বাডস ২ প্রোর উত্তরসূরি মডেল হতে চলেছে। ফলে এতের আগের তুলনায় অনেক বেশি ফিচার দেওয়া হয়েছে।
ইয়ারবাডটিতে ট্রু ওয়্যারলেস প্রযুক্তি দেওয়া হবে, যা শব্দের গুণগত মানকে আরও সুন্দর করবে। এছাড়াও স্যামসাং গ্যালাক্সি বাডস ৩ প্রো-তে সক্রিয় নয়েজ ক্যান্সেলেশনসহ প্রিমিয়াম ওয়্যারলেস অডিও হেডসেট টু-ওয়ে স্পিকারও দেওয়া হবে। এগুলো ২৪-বিট হাই-ফাই অডিও সাপোর্ট করবে। তবে গ্যালাক্সি বাডস ৩ প্রো সম্পর্কে স্যামসাং এখনো কোনো অফিসিয়াল তথ্য দেয়নি। ইয়ারবাডটিতে টাচ কন্ট্রোল আছে।
এর সঙ্গে এএনসি সাপোর্টও পাওয়া যায়। এছাড়া স্প্যাশ রেজিস্ট্যান্ট কেকের জন্য IPX2-রেটিং বিল্ড দেওয়া হয়েছে। যখন এএনসি সক্রিয় থাকে, তখন এটি ৬ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি লাইফ পেয়ে যাবেন। এটি এসবিসি এবং এএসি উভয় অডিও কোডেক সাপোর্ট করে। এতে সাউন্ড কোয়ালিটি অনেক সুন্দর হবে।
স্যামসাং গ্যালাক্সি বাডস ২ প্রো এই বছরের জুলাই মাসে বাজারে এসেছিল। যার দাম ভারতীয় বাজারে ১৭ হাজার ৯৯৯ রুপি। ধারণা করা হচ্ছে নতুন স্যামসাং গ্যালাক্সি বাডস ৩ প্রো ইয়ারবাডটির দামও এর আশপাশেই হবে। এখনো দাম এবং কতটি রঙের বিকল্পে পাওয়া যাবে তা জানা যায়নি।
সূত্র: গ্যাজেট ৩৬০