বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে ফুলহাতা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের উত্যাক্ত করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার সকালে মোরেলগঞ্জ উপজেলার পাঁচগাও বাজার এলাকায় ঘন্টাব্যাপী এই মানববন্ধনে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী অংশ নেন। মানববন্ধনে শিক্ষার্থী জান্নাতুল ফেরদাউস, নুর ইসলাম, আবু সালে, মারিয়া আক্তার, অভিভাবক হৃদয় হাওলাদার, মুন্নি বেগম, দেলোয়ার হোসেন প্রমূখ বক্তব্য দেন। বক্তারা বলেন, বিদ্যালয়ে যাওয়া আসার পথে ছাত্রীদের গতিরোধ করে নানাভাবে উত্যাক্ত করা হয়। এটি বিদ্যালয় কর্তৃপক্ষ ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লিখিত ভাবে জানালেও তারা কোন ব্যবস্থা নেয়নি। এসময় শিক্ষার্থীরা বখাটেদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে তারা আর ক্লাসে ফিরে যাবে না বলে জানায়। অভিভাবকরা তাদের এই দাবীর সাখে একমত হলে বলেন, তাদের মেয়েরা বিদ্যালয়ে যাওয়া আসার পথে নানা হয়রানীর শিকার হয়। এটি কোন ভাবেই মেনে নেয়া যায় না। উত্যাক্তকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে আরো কঠোর কর্মসূচী দেয়া হবে বলে তারা উল্লেখ করেন। পরে পাঁচগাও বাজারে তারা একটি বিক্ষোভ মিছিল বের করেন। এবিষয়ে ফুলহাতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত হালদার জানান, অভিযোগ পাওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়। তিনি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছিলেন। এসে ব্যবস্থা নেয়ার কথা বলেছিলেন। কিন্তু তিনি ঘটনাস্থলে না আসায় এমন ঘটনা ঘটেছে। এবিষয়ে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম তারেক সুলতান জানান, অভিযোগ পাওয়ার পর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছিল। তিনি কাজটি করেননি। এজন্য তাকে কারণ দর্শানো হবে। মানববন্ধনের পর ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ছাত্রকে বিদ্যালয় থেকেবহিস্কার করা হয়েছে।