বাগেরহাট সংবাদদাতা : বাগেরহাটের মোরেলগঞ্জে হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ শারদীয় দুর্গোৎসবকে ঘিরে সর্বত্রই সাজ সাজ রব। এবারে ৭৬টি পূজামন্ডপে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুর্গোৎসব। প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে প্রস্তুতি। প্রতিটি মন্ডপে থাকছে সিসি ক্যামেরা। প্রতিমা তৈরিতে মাটির কাজে ব্যস্ত সময় পার করছেন ভাস্কররা।
জানা গেছে, এবারে এ উপজেলায় ১৬টি ইউনিয়নসহ ১টি পৌরসভায় ৭৬টি পূজামন্ডপে শারর্দীয় দুর্গাপূজায় ইতোমধ্যে মন্ডপে মন্ডপে প্রতিমা তৈরীর মাটির কাজ করছেন ভাস্কররা। মূলত হিন্দু ধর্মাবলম্বীদের এ বড় উৎসব দেবি দুর্গার ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হয়ে ৫দিন ব্যাপী দশমী পূজার মধ্য দিয়ে শেষ হবে। এবারে দুর্গা দেবির আগমন ঘোটকে এবং গমনও ঘোটকে।
মোরেলগঞ্জ পৌর সদরে ৪টি সার্বজনীন শ্রী শ্রী হরিসভা মন্দির, সাধক রামপ্রসাদ কালি মন্দির, সেরেস্তাদার বাড়ি নবারুন সংর্ঘ দুর্গা মন্দির, সোলমবাড়িয়া সার্বজনীন শ্রী শ্রী শারর্দীয় দুর্গা মন্দিরসহ তেলিগাতি ইউনিয়নে ৩টি, পঞ্চকরণে ৪টি, পুটিখালী ১টি, দৈবজ্ঞহাটী ৩টি, রামচন্দ্রপুর ৫টি, চিংড়াখালী ৮টি, হোগলাপাশা ৭টি, বনগ্রাম ১৫টি, বলইবুনিয়া ৪টি, হোগলাবুনিয়া ১টি, বহরবুনিয়া ৫টি, জিউধরা ৬টি, নিশানবাড়িয়ায় ২টি, বারইখালী ৩টি, মোরেলগঞ্জ সদর ২টি ও খাউলিয়া ইউনিয়নে ৪টি পূজামন্ডপে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। সবচেয়ে বনগ্রাম ইউনিয়নে ১৫টি দুর্গা মন্দিরে পূজা অনুষ্ঠিত হবে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, রামপ্রসাদ কালি মন্দিরে প্রতিমা তৈরিতে মাটির কাজ করছেন ভাস্কর সোমনাথ বৈদ্য। তিনি জানান, এবারে প্রতিমা তৈরির কাজে ব্যবহৃত রং, জরী, ভারতীয় পেইন্ট, প্রতিমা তৈরির চুলসহ নানা সামগ্রী গত বছরের চেয়ে দাম বেড়েছে দ্বিগুণ। ৩ জন শ্রমিক নিয়ে কাজ করে যে টাকা পাই তাতে পুষিয়ে উঠতে কষ্ট হয়। তারপরেও দীর্ঘদিন ধরে প্রতিমা তৈরির এ কাজ করে নিজেকে আত্মতৃপ্ত মনে করি।
এদিকে উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপাতি কাউন্সিল শংকর কুমার রায় জানিয়েছেন, এ উপজেলায় ৭৬টি মন্ডপে সাড়ম্বরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতোমধ্যে সকল প্রস্তুতি শেষের পথে। প্রতিটি মন্ডপে স্থানীয় স্বেচ্ছাসেবক টিমসহ আগেভাগেই ভলানটিয়ার টিম কাজ করছেন। প্রশাসনের পক্ষ থেকেও কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার এসএম তারেক সুলতান বলেন, শারদীয় দুর্গোৎসবকে ঘিরে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রতিটি পূজামন্ডপের সভাপতি ও সম্পাদককের সাথে প্রস্তুতি সভারও সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। নিরাপত্তা রক্ষায় ইতোমধ্যে প্রতিটি মন্ডপে সিসি ক্যামেরা বসানোর নির্দেশ দেওয়া হয়েছে। পূজার পূর্বমুর্হুত থেকেই স্থানীয় স্বেচ্ছাসেবকটিম দল গঠন করে পাহারার ব্যবস্থাও রাখা হয়েছে।