বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে রমজান উপলক্ষে বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন জেলা প্রশাসক আহম্মেদ কামরুল হাসান।
গত বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মমিনুল রহমান প্রধান অতিথির বক্তব্যে বলেন, আসলে বাজার মনিটরিংয়ের বিষয়ে এবং কিভাবে বাজার চলবে তার আইন-কানুন অনেক আগে থেকেই চলমান রয়েছে। কখনো কখনো মোবাইল কোর্ট পরিচালনা করে আইন মানতে বাধ্য করা হচ্ছে। কিন্তু আইন করে সবকিছু নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এর জন্য সবচেয়ে বেশি দরকার জনসচেতনতা। প্রয়োজনে এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
জেলা প্রশাসন এবং কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর আয়োজনে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মুহম্মদ মহিদুর রহমান। এছাড়া সভায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন ক্যাবের সভাপতি বাবুল সরদার, প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা শামিম আহম্মেদ, টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোল্লা মাসুদুল হক, ক্যাবের সাধারণ সম্পাদক অরিন্দম দেবনাথ, সাংবাদিক এস এস সোহান, অধ্যাপক হেমায়েত হোসেন খোকন, ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আসলাম মোল্লা, প্রসাধনী ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শেখ মাঈনুল ইসলাম, জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক নার্গিস আক্তার ইভা, যদুনাথ স্কুল এন্ড কলেজের
অধ্যক্ষ ঝিমি মন্ডল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আজরীন আরবী নওরীন প্রমুখ।
মতবিনিময়কালে বক্তারা পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদে বাজারের ভেজাল খাবার, খাবারের মূল্যবৃদ্ধি ও আমদানি-রপ্তানিসহ বিভিন্ন সমস্যা নিয়ন্ত্রণ করতে নিয়মিত বাজার মনিটরিং করার দাবি জানান।