বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে থেমে থেমে ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে শহরের রাস্তাঘাট। পানি উঠে গেছে দোকানপাটসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে। জেলার বিভিন্ন উপজেলায় নিম্নঅঞ্চল প্লাবিত হয়েছে। এসময় বিভিন্ন মৎস্য ও চিংড়ি ঘের ডুবে যাওয়ার খবর পাওয়া গেছে। জেলা শহরের পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে বলে পৌরবাসীদের দাবি। প্রথম শ্রেণির এই পৌরসভায় একটু ভারী বৃষ্টি হলেই দুর্ভোগের সীমা নেই পৌরবাসীর। শহরে প্রাচীন আমলের ৬টি খাল রয়েছে। সেগুলো কোথাও সংকীর্ণ করে ড্রেন তৈরি করা হয়েছে। আবার কোথাও প্রভাবশালীদের দখলে রয়েছে এসব খাল। সীমাহীন এই দুর্ভোগে কখনো এগিয়ে আসেনি পৌর কর্তৃপক্ষ। বৃষ্টির পানি সরতে না পারায় পৌরবাসীর যেমন দুর্ভোগের শেষ নেই তেমনি ব্যবসায়ীদের যেন ভোগান্তির শেষ নেই। বৃষ্টি হলেই পানি উঠে যায় বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে, ক্ষতিগ্রস্থ হয় বিভিন্ন মালামাল। রিকশা ও অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। ফলে বিপাকে পড়ে সকল শ্রেণির মানুষ। বৃষ্টির পানি নামতে না পারায় পৌরসভার সোনাতলা খারদার নাগের বাজার, বাসাবাটি, হরিণখানাসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে আছে এক মাসেরও বেশি সময় ধরে। শুধু জলাবদ্ধতা নয়, রাস্তাাঘাট খারাপ থাকায় বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়া এলাকায় দুর্ভোগ আরো বেশি বেড়ে যায় বলে পৌরবাসী জানিয়েছেন। গত রবিবার রাত থেকে শুরু হয়ে থেমে থেমে হালকা ও ভারী বৃষ্টিতে জেলার বিভিন্ন উপজেলায় নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় ক্ষতিগ্রস্থ হয়ে পড়েছে মৎস্য ব্যবসায়ীরা। কখনো নিম্নচাপ, কখনো ভারী বৃষ্টিতে মৎস্য ঘের তলিয়ে যাওয়ায় প্রতিবছর বারবার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়ে পড়ছে প্রান্ত্রিক চাষীরা। কখনো কখনো পানির তোড়ে বেড়িবাঁধ ভেঙে কখনো বা ঘেরের বেড়িবাঁধ উপচে পড়ে বের হয়ে যাচ্ছে বাগদা, গলদা চিংড়িসহ সাদা মাছ। শুধু মাছ নয়, ভারী বৃষ্টিতে বিভিন্ন সবজিও নষ্ট হয়ে যাচ্ছে কৃষকদের। এদিকে সুন্দরবনসহ বিভিন্ন নদ-নদীতে পানির উচ্চতা বেড়েছে।
মোংলা আবহাওয়া অধিদপ্তর থেকে জানা গেছে, গত ২৪ ঘন্টায় বাগেরহাট জেলায় ২৫৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে জেলার কয়েক হাজার চিংড়ি ঘের ভেসে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জেলা মৎস্য কর্মকর্তা এএসএম রাসেল জানিয়েছেন।