বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। গতকাল বুধবার (০১ জানুয়ারী) বিকালে পিসি কলেজ চত্বর থেকে বর্ণাঢ্য এক শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহিদ মিনারে এসে পথসভা করে। এ সভার সভাপত্বিত করেন ছাত্রদলের সাবেক সভাপতি ইমরান হোসেন সবুজ । এসময় বক্তৃতা করেন বাগেরহাট জেলার সাবেক সভাপতি এম এ সালাম, বিএনপি নেতা শাহেদ আলী রবি, নাসির আহম্মেদ মালেক, আয়ুউব আলী মোল্লা বাবু, এস এম সাজ্জাত হোসাইন, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আলী সাদ্দাম দ্বীপ প্রমুখ ।
অন্যদিকে জেলা শহরে নূরমসজিদ মোড়ের আঞ্চলিক দলীয় কার্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য এক শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয় প্রাঙ্গণে ফিরে আলোচনা সভায় মিলিত হয়।
জেলা ছাত্রদলের সাবেক জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোল্লা আতিকুর রহমান রাসেল সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন সাবেক ভারপ্রাপ্ত সভাপতি তরফদার নেওয়াজ মোঃ গোলাম রসুলের, ছাত্র নেতা স্বাধীন মোল্লা, হুমায়ুন শেখ, সাদিকুল ইসলাম সাদিক, মিজানুর রহমান বাবু।
এর আগে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে দলীয় কার্যালয়ে রক্তদান কর্মসূচিতে ছাত্রদলের নেতাকর্মীরা স্বেচ্ছায় রক্তদান করেন।